বিছানায় সোফায় কুটকুট করে কামড়াচ্ছে 'ছারপোকা'...? বংশ 'ধ্বংস' করুন তুড়িতে, শিখে নিন মোক্ষম 'টোটকা'!

Last Updated:
Bedbugs (Chharpoka) : ছারপোকার যন্ত্রণা এক মহা যন্ত্রণা! অদৃশ্য এক ছোট্ট বিষ পোকা কখন যে কুটকুট করে কামড়ে দেয় বোঝার উপায় থাকে না। এমনকি বিলেত–আমেরিকার মতো দেশে গেলেও এই একটি পোকার হাত থেকে নিস্তার নেই।
1/16
ছারপোকার যন্ত্রণা এক মহা যন্ত্রণা! অদৃশ্য এক ছোট্ট বিষ পোকা কখন যে কুটকুট করে কামড়ে দেয় বোঝার উপায় থাকে না। এমনকি বিলেত–আমেরিকার মতো দেশে গেলেও এই একটি পোকার হাত থেকে নিস্তার নেই।
ছারপোকার যন্ত্রণা এক মহা যন্ত্রণা! অদৃশ্য এক ছোট্ট বিষ পোকা কখন যে কুটকুট করে কামড়ে দেয় বোঝার উপায় থাকে না। এমনকি বিলেত–আমেরিকার মতো দেশে গেলেও এই একটি পোকার হাত থেকে নিস্তার নেই।
advertisement
2/16
বিশেষজ্ঞরা বলেন, আমাদের দেশে তো বটেই, এমনকি উন্নত দেশগুলোর হোটেলের বিছানায়ও ছারপোকা থাকে। আপনি সোফায় বসবেন, আপনার অজান্তে কুট কুট করে কামড়াবে। এই সর্বব্যাপী সমস্যা নিয়ে মাঝেমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেখা যায়। কেউই বুঝে উঠতে পারেন না এই পোকার হাত থেকে মুক্তির উপায় কী?
বিশেষজ্ঞরা বলেন, আমাদের দেশে তো বটেই, এমনকি উন্নত দেশগুলোর হোটেলের বিছানায়ও ছারপোকা থাকে। আপনি সোফায় বসবেন, আপনার অজান্তে কুট কুট করে কামড়াবে। এই সর্বব্যাপী সমস্যা নিয়ে মাঝেমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেখা যায়। কেউই বুঝে উঠতে পারেন না এই পোকার হাত থেকে মুক্তির উপায় কী?
advertisement
3/16
গরমে ও বর্ষায় এইসব পোকার উপদ্রব আরও বাড়ে। আপনিও কি আপনার বিছানার আশেপাশে ছারপোকা দেখতে পাচ্ছেন আজকাল? তাহলে আপনারও নিশ্চই শান্তির ঘুমের বারোটা বেজেছে?
গরমে ও বর্ষায় এইসব পোকার উপদ্রব আরও বাড়ে। আপনিও কি আপনার বিছানার আশেপাশে ছারপোকা দেখতে পাচ্ছেন আজকাল? তাহলে আপনারও নিশ্চই শান্তির ঘুমের বারোটা বেজেছে?
advertisement
4/16
অত্যন্ত ছোট আকৃতির এই পোকা দেখতে ছোট হলেও এরা নিঃশব্দে মানুষের রক্ত চুষে খায়। গায়ে লাল লাল দাগ হয়ে যায় নিমেষে। যখন আমরা গভীর ঘুমে অচেতন ঠিক তখন গভীর রাতেই সবচেয়ে বেশি সক্রিয় থাকে ছারপোকারা।
অত্যন্ত ছোট আকৃতির এই পোকা দেখতে ছোট হলেও এরা নিঃশব্দে মানুষের রক্ত চুষে খায়। গায়ে লাল লাল দাগ হয়ে যায় নিমেষে। যখন আমরা গভীর ঘুমে অচেতন ঠিক তখন গভীর রাতেই সবচেয়ে বেশি সক্রিয় থাকে ছারপোকারা।
advertisement
5/16
আর এদের বংশবিস্তারের ক্ষমতা অবিশ্বাস্য। এই ছারপোকার ডিম আমাদের বাড়িতে আসা-যাওয়াকারীদের লাগেজ, পোশাক এবং আসবাবপত্রের মাধ্যমে সহজেই সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়তে পারে অন্য জায়গা থেকে।
আর এদের বংশবিস্তারের ক্ষমতা অবিশ্বাস্য। এই ছারপোকার ডিম আমাদের বাড়িতে আসা-যাওয়াকারীদের লাগেজ, পোশাক এবং আসবাবপত্রের মাধ্যমে সহজেই সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়তে পারে অন্য জায়গা থেকে।
advertisement
6/16
ভার্জিনিয়া টেকের অধ্যাপক এবং ভার্জিনিয়ার নগর কীটপতঙ্গ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডিনি মিলার, পিএইচডি বলেন।
ভার্জিনিয়া টেকের অধ্যাপক এবং ভার্জিনিয়ার নগর কীটপতঙ্গ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডিনি মিলার, পিএইচডি বলেন। "ছারপোকাকে বাড়িতে আনা এড়ানো সহজ নয়। তবে আপনি যদি বিছানার এই পোকামাকড় দূরে রাখতে না জানেন, অথবা কীভাবে তাদের তাড়াতে হয় তা না জানেন, তাহলে চিন্তা করবেন না। কিছু ঘরোয়া ওষুধ ও ট্রিটমেন্ট এক্ষেত্রে দুর্দান্ত কার্যকরী ভূমিকা নেয়।"
advertisement
7/16
ছারপোকার কামড় চুলকানি এবং ত্বকে ফুসকুড়ির মতো স্বাস্থ্য সমস্যা বা আরও বড় সমস্যা সৃষ্টি করতে পারে। অনেকেই পেস কন্ট্রোল ডাকেন। অথচ দেখা যায় কিছুদিনের মধ্যেই আবার এসে হাজির হয় এই পোকার দল। কিন্তু জানেন কী সামান্য কিছু ঘরোয়া জিনিস মারাত্মক হতে পারে এই পোকাদের জন্য। মুহূর্তের মধ্যে নিকেশ করবে ছারপোকার বংশ!
ছারপোকার কামড় চুলকানি এবং ত্বকে ফুসকুড়ির মতো স্বাস্থ্য সমস্যা বা আরও বড় সমস্যা সৃষ্টি করতে পারে। অনেকেই পেস কন্ট্রোল ডাকেন। অথচ দেখা যায় কিছুদিনের মধ্যেই আবার এসে হাজির হয় এই পোকার দল। কিন্তু জানেন কী সামান্য কিছু ঘরোয়া জিনিস মারাত্মক হতে পারে এই পোকাদের জন্য। মুহূর্তের মধ্যে নিকেশ করবে ছারপোকার বংশ!
advertisement
8/16
লবঙ্গ: লবঙ্গ হল অ্যাসিডিক, ছারপোকা তাড়াতে দুর্দান্ত ভাবে সাহায্য করে এই পোকা। একটি স্প্রে বোতলে জল এবং লবঙ্গ ভরে নিন, ভাল করে ঝাঁকান, এবং তারপর ছারপোকার উপদ্রব কমাতে ছারপোকা আছে এমন জায়গায় স্প্রে করুন। পরদিন দেখুন তফাৎ!
লবঙ্গ: লবঙ্গ হল অ্যাসিডিক, ছারপোকা তাড়াতে দুর্দান্ত ভাবে সাহায্য করে এই পোকা। একটি স্প্রে বোতলে জল এবং লবঙ্গ ভরে নিন, ভাল করে ঝাঁকান, এবং তারপর ছারপোকার উপদ্রব কমাতে ছারপোকা আছে এমন জায়গায় স্প্রে করুন। পরদিন দেখুন তফাৎ!
advertisement
9/16
চা গাছের তেল: অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যযুক্ত জলের সঙ্গে চা গাছের তেল মিশিয়ে এবং যেসব স্থানে ছারপোকার উপদ্রব বেশি সেখানে স্প্রে করলে ধীরে ধীরে পোকার উপদ্রব কমে যাবে জাস্ট ম্যাজিকের মতো।
চা গাছের তেল: অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যযুক্ত জলের সঙ্গে চা গাছের তেল মিশিয়ে এবং যেসব স্থানে ছারপোকার উপদ্রব বেশি সেখানে স্প্রে করলে ধীরে ধীরে পোকার উপদ্রব কমে যাবে জাস্ট ম্যাজিকের মতো।
advertisement
10/16
পুদিনা: পুদিনা পাতা একটি চমৎকার পোকামাকড় প্রতিরোধক। পুদিনা পাতা গুঁড়ো করে বিছানা এবং বালিশের নীচে রাখলে ছারপোকার উপদ্রব কমবে খুব দ্রুত। আপনি ট্রাই করে দেখুন তো একবার! রেজাল্ট মিলবেই মিলবে।
পুদিনা: পুদিনা পাতা একটি চমৎকার পোকামাকড় প্রতিরোধক। পুদিনা পাতা গুঁড়ো করে বিছানা এবং বালিশের নীচে রাখলে ছারপোকার উপদ্রব কমবে খুব দ্রুত। আপনি ট্রাই করে দেখুন তো একবার! রেজাল্ট মিলবেই মিলবে।
advertisement
11/16
ল্যাভেন্ডার তেল: ল্যাভেন্ডার তেলের সুগন্ধ বিছানার পোকামাকড় মেরে ফেলতে পারে। অতএব, এই অপরিহার্য তেলটি জলের সঙ্গে মিশিয়ে যেখানে প্রচুর বিছানার পোকামাকড় রয়েছে সেখানে স্প্রে করলেই দারুণ ভাল ফলাফল পাওয়া যাবে।
ল্যাভেন্ডার তেল: ল্যাভেন্ডার তেলের সুগন্ধ বিছানার পোকামাকড় মেরে ফেলতে পারে। অতএব, এই অপরিহার্য তেলটি জলের সঙ্গে মিশিয়ে যেখানে প্রচুর বিছানার পোকামাকড় রয়েছে সেখানে স্প্রে করলেই দারুণ ভাল ফলাফল পাওয়া যাবে।
advertisement
12/16
পুদিনা পাতা: পুদিনা পাতার তীব্র সুগন্ধ অনেক ধরণের পোকামাকড় তাড়াতে সাহায্য করে, যার মধ্যে রয়েছে ছারপোকা। আপনার বিছানা এবং বালিশের নীচে এই পাতাগুলি রাখলে পোকার উপদ্রব কমবে।
পুদিনা পাতা: পুদিনা পাতার তীব্র সুগন্ধ অনেক ধরণের পোকামাকড় তাড়াতে সাহায্য করে, যার মধ্যে রয়েছে ছারপোকা। আপনার বিছানা এবং বালিশের নীচে এই পাতাগুলি রাখলে পোকার উপদ্রব কমবে।
advertisement
13/16
বেকিং সোডা: রান্নার জন্য আমরা যে বেকিং সোডা ব্যবহার করি, তা অনেক ধরণের পোকামাকড় তাড়াতে সাহায্য করে, যার মধ্যে রয়েছে পোকামাকড়। একটি স্প্রে বোতলে জলের সাথে বেকিং সোডা মিশিয়ে পোকামাকড়ের উপদ্রব কমাতে যেখানে পোকামাকড় দেখা যায় সেখানে স্প্রে করুন।
বেকিং সোডা: রান্নার জন্য আমরা যে বেকিং সোডা ব্যবহার করি, তা অনেক ধরণের পোকামাকড় তাড়াতে সাহায্য করে, যার মধ্যে রয়েছে পোকামাকড়। একটি স্প্রে বোতলে জলের সাথে বেকিং সোডা মিশিয়ে পোকামাকড়ের উপদ্রব কমাতে যেখানে পোকামাকড় দেখা যায় সেখানে স্প্রে করুন।
advertisement
14/16
ওয়াসাম্বু: স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যায় এমন এই ওসাম্বু একটি বহুল ব্যবহৃত ঔষধি পণ্য। এই পণ্যটি জলে ভিজিয়ে রেখে শুধুমাত্র পোকামাকড়ের উপস্থিতির জায়গায় এই জল স্প্রে করলে ভাল ফলাফল পাওয়া যাবে।
ওয়াসাম্বু: স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যায় এমন এই ওসাম্বু একটি বহুল ব্যবহৃত ঔষধি পণ্য। এই পণ্যটি জলে ভিজিয়ে রেখে শুধুমাত্র পোকামাকড়ের উপস্থিতির জায়গায় এই জল স্প্রে করলে ভাল ফলাফল পাওয়া যাবে।
advertisement
15/16
লেমনগ্রাস: অন্যান্য গাছের মতো নয়, লেমনগ্রাসের ছারপোকা এবং তাদের ডিম মেরে ফেলার ক্ষমতা রয়েছে। এই লেমনগ্রাসটি পিষে, জলের সঙ্গে মিশিয়ে পোকামাকড়ের উপস্থিতির জায়গায় স্প্রে করলে ম্যাজিকের মতো ফলাফল পাওয়া যাবে।
লেমনগ্রাস: অন্যান্য গাছের মতো নয়, লেমনগ্রাসের ছারপোকা এবং তাদের ডিম মেরে ফেলার ক্ষমতা রয়েছে। এই লেমনগ্রাসটি পিষে, জলের সঙ্গে মিশিয়ে পোকামাকড়ের উপস্থিতির জায়গায় স্প্রে করলে ম্যাজিকের মতো ফলাফল পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement