পর্ষদ সূত্রে খবর, ১৫০টি প্রশ্নের উত্তর ১৫০ মিনিটে করতে হবে। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। সব প্রশ্নই হবে মাল্টিপল চয়েস টাইপের। কোন বিষয়ের কী কী অংশ থাকছে সিলেবাসে, তাও বিস্তারিত আকারে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বলা হয়েছে, "আমরা গোটা পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছতার মাধ্যমে নিতে চাই, তার জন্যই আমরা ওয়েবসাইটে পুরো তথ্যই তুলে দিলাম।"
advertisement
আরও পড়ুন: মানিকের বাড়িতে গোপন সিডি, আরও বেআইনি নিয়োগের হদিশ! হলফনামায় বিস্ফোরক তথ্য জানাল ইডি
প্রাথমিকের টেটের ক্ষেত্রে নিয়মেও বড়সড় বদল এনেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সংরক্ষণ তালিকাভুক্ত প্রার্থীরা এই বদলের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীদের মধ্যে যারা তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'সব অভিযোগ মিথ্যা', তথ্য সামনে এনে বউবাজার নিয়ে KMRCL-এর পাল্টা বিস্ফোরক দাবি
দ্বাদশ স্তরের পরীক্ষা বা স্নাতক স্তরে ৫ শতাংশ কম নম্বর পেলেও এই শ্রেণীভুক্তরা আবেদন করতে পারবেন। অর্থাৎ সাধারণদের জন্য যেখানে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক সেখানে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের উর্ধ্বসীমা ৪৫ শতাংশ। সংরক্ষণ তালিকাভুক্তদের পাশাপাশি শারীরিক দিক থেকে বিশেষভাবে অক্ষম প্রাক্তন সেনা কর্মী ছাড়াও আরও বেশ কয়েকটি শ্রেণীর প্রার্থীরা এর সুবিধা পাবেন। এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছে।