Bowbazar Metro Disaster: 'সব অভিযোগ মিথ্যা', তথ্য সামনে এনে বউবাজার নিয়ে KMRCL-এর পাল্টা বিস্ফোরক দাবি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bowbazar Metro Disaster: মেয়রের কাছে তাদের আর্জি, কাজ করতে দেওয়া হোক। সি এন ঝা বলেন, ''২০১৯ সালের ঘটনায় ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে ২৯ জন ব্যবসায়ীকে। ৪৩ জন ব্যবসায়ীকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা করে।''
#কলকাতা: আড়াই বছর পর ফিরেছে সেই আতঙ্ক। মেট্রোর কাজ চলাকালীন গত শুক্রবার ভোরের পর থেকে বউবাজারের মদন দত্ত লেনের অন্তত ১২টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে ঘর ছেড়েছে বহু পরিবার। তাঁদের অনেকেরই বর্তমান ঠিকানা ক্রিক রো-এর কিউ ইন হোটেলে। এই পরিস্থিতিতে মারাত্মক অভিযোগ তুললেন কেএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর সি এন ঝা। তাঁর অভিযোগ, বউবাজারে নির্মাণ সংস্থার কর্মীদের সঙ্গে দুঃব্যবহার করা হচ্ছে। কাজে বাধা হচ্ছে। সেই কারণেই সোমবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দ্বারস্থ হচ্ছে কেএমআরসিএল।
মেয়রের কাছে তাদের আর্জি, কাজ করতে দেওয়া হোক। সি এন ঝা বলেন, ''২০১৯ সালের ঘটনায় ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে ২৯ জন ব্যবসায়ীকে। ৪৩ জন ব্যবসায়ীকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা করে। ২০০ জন স্থানীয় বাসিন্দাকে দেওয়া হয়েছে ৫ লাখ করে। সব মিলিয়ে ১২ কোটি ৪৪ লাখ টাকা দেওয়া হয়েছে। ২০২২ সালের মে মাসে ১ লাখ করে ১৪ জন ব্যবসায়ীকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১২ কোটি ৫৮ লাখ দেওয়া হয়েছে।''
advertisement
আরও পড়ুন: এক 'অস্ত্রেই' বাজিমাত, পঞ্চায়েতে সাফল্য পেতে বঙ্গ বিজেপি-কে বিশেষ দাওয়াই কেন্দ্রীয় নেতৃত্বের
advertisement
রীতিমতো পাল্টা অভিযোগের সুরে কেএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর বলেন, ''২০১৯ সালে ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা। ২৯ জনকে ১ লাখ, ৪৩ জনকে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এই ৭২ জন হলেন ব্যবসায়ী। ৩০ দিনের বেশি যারা বাইরে ছিলেন তাদের ৫ লাখ করে দেওয়া হয়েছে। ২০০ জনকে এই টাকা দেওয়া হয়েছে। ২০২২ সালের মে মাসে ১৪ ব্যবসায়ীকে ১ লাখ করে দেওয়া হয়েছে। বাকি ৫ জনের টাকা বাকি আছে। কাগজ, লাইসেন্স যথাযথ থাকলে আমরা টাকা দিয়ে দেব। এবারেও আমরা ক্ষতিপূরণ দেব। এছাড়া হোটেলে থাকার সব খরচ বহন করা হচ্ছে।''
advertisement
সি এন ঝা-র অভিযোগ, ''ওখানে অনেকে ইন্ধন দিচ্ছেন৷ এভাবে ধাক্কাধাক্কি, চিৎকার করলে হবে না। আমরা আজ মেয়রের কাছে যাব। ফিল্ডে থাকা ব্যক্তিদের কাজে সমস্যা হচ্ছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 3:09 PM IST