Manik Bhattacharya: লাভ হল না, আপাতত ইডি হেফাজতেই মানিক ভট্টাচার্য! মঙ্গলবারের অপেক্ষা

Last Updated:

Manik Bhattacharya: বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ অবশ্য ইডি-কে হলফনামার কপি সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিয়েছে।

আপাতত ইডি হেফাজতেই মানিক
আপাতত ইডি হেফাজতেই মানিক
#কলকাতা: প্রাথমিক টেট মামলায় আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামিকাল ফের শুনানি হবে এই মামলায়। সোমবার এই মামলায় ইডি-র হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। এদিন সওয়াল চলাকালীন তুষার মেহেতা বলেন, "সিবিআই তদন্তর থেকে সম্পূর্ণ আলাদা ইডি তদন্ত। ইডি তদন্তে মানি ট্রেল উঠে এসেছে। কিন্তু রাজ্যের সওয়াল অভিযুক্তদের মতো মনে হচ্ছে।"
বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ অবশ্য ইডি-কে হলফনামার কপি সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি।
advertisement
সোমবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের দায়ের করার মামলার রায়দান হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলছে এই মামলার। রাজনৈতিক উদ্দেশে তাঁকে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তুলে CBI-এর বিরুদ্ধে মামলা করেছিলেন মানিক। যদিও এরই মধ্যে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে। ইডি-র বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেও শেষরক্ষা হয়নি মানিকের।
advertisement
প্রসঙ্গত, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায়ই বহাল রাখে। এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্য। পুজোর আগে সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানির শেষ হয়। তবে রায় ঘোষণা হয়নি। তখনই মানিক ভট্টাচার্যকে অন্তবর্তী রক্ষাকবচ দেয় আদালত। যার কারণে ফলে পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারেনি সিবিআই। কিন্তু তাঁকে গ্রেফতার করে নেয় ইডি। আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, ইডি হেফাজতেই থাকতে হচ্ছে মানিক ভট্টাচার্যকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: লাভ হল না, আপাতত ইডি হেফাজতেই মানিক ভট্টাচার্য! মঙ্গলবারের অপেক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement