Bengal Bjp: এক 'অস্ত্রেই' বাজিমাত, পঞ্চায়েতে সাফল্য পেতে বঙ্গ বিজেপি-কে বিশেষ দাওয়াই কেন্দ্রীয় নেতৃত্বের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bengal Bjp: 'উৎসব শেষ। আন্দোলন শুরু' নীতি নিয়ে এগোতে চাইছে বঙ্গ বিজেপি। তৃণমূলের দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে আন্দোলনে নামছে গেরুয়া শিবির।
#কলকাতা: নজরে পঞ্চায়েত ভোট। কিন্তু সাংগঠনিক দুর্বলতা এবং ঘরোয়া কোন্দল পঞ্চায়েত ভোটের আগে ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে। সেই কারণেই বুথ সশক্তিকরণে জোর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বকে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সমস্ত বুথ কমিটি তৈরীর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। বিজেপির দু'দিনের বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এমনটাই রাজ্য বিজেপি সূত্রের খবর।
এদিকে, 'উৎসব শেষ। আন্দোলন শুরু' নীতি নিয়ে এগোতে চাইছে বঙ্গ বিজেপি। তৃণমূলের দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে আন্দোলনে নামছে গেরুয়া শিবির। সমস্ত সাংগঠনিক জেলাতেই হবে প্রতিবাদ মিছিল, সভা। 'অপা' কাণ্ড থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার পাশাপাশি পঞ্চায়েতে শাসকদলের বিভিন্ন দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে লাগাতার আন্দোলনে নামতে চলেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে নির্দিষ্ট 'দুর্নীতি'র খতিয়ান তুলে ধরে আন্দোলনে নামতে চলেছে গেরুয়া শিবির। এমনটাই বিজেপি সূত্রের খবর।
advertisement
advertisement
সামনের বছরের শুরুর দিকেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন। তাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে কোর কমিটি তৈরি হয়েছে, তার প্রধান করা হয়েছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে। কতজনকে প্রার্থী করা হবে, কত আসনে জিততে পারা যাবে তা নিয়ে বৈঠকও চলছে। গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে নির্বাচনে দলের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করে প্রাথমিক একটা ধারনা নেওয়ার চেষ্টা করছেন রাজ্য নেতৃত্ব।
advertisement
সিদ্ধান্ত হয়েছে, জেলায় জেলায় অন্য দলের নিচু তলার কর্মীরা বিজেপিতে যোগ দিতে চাইলে তাঁদের বাধা দেওয়া হবে না। বিজেপি সূত্রের খবর, পার্থ এবং অনুব্রতর গ্রেফতারের পর অনেক বসে যাওয়া কর্মী আবার মিটিং-মিছিলে যোগ দিচ্ছেন। সেই সব কর্মীদের কাজে লাগাতে চাইছেন শীর্ষ নেতারা। আসছে। এটা কাজে লাগাতে চাইছে দল। আর সেই সূত্রেই বুথস্তরে শক্তি বাড়াতে চাইছে গেরুয়া শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 1:25 PM IST