'বন্ধুর' চিকিৎসার জন্য রাজ্যের বাইরে..., CBI হাজিরায় অনুব্রত কন্যা সুকন্যা চাইলেন 'সময়'

Last Updated:

Cow Smuggling Case: শুধু সিবিআই নয়, গরু পাচার মামলায় আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয়েছে সুকন্যা মণ্ডলকে। এখন দেখার ইডিতে হাজিরা দেন কি না অনুব্রত কন্যা।

#কলকাতা: এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন অনুব্রত কন্যা। তাই নির্ধারিত দিন হাজিরা দিতে পারবেন না বলে সিবিআইকে চিঠি পাঠালেন সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, তার সংস্থার আয় ব্যয়ের নথি নিয়ে আজ সোমবার সিবিআইয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে। কিন্তু তিনি হাজিরার জন্য সময় চেয়েছেন বলে সূত্রের দাবি।
সূত্রের খবর, ইতিমধ্যে আইনজীবী মারফত সিবিআইকে পাঠানো চিঠিতে সুকন্যার দাবি, তার বন্ধুর চিকিৎসার জন্য তিনি এখন চেন্নাইতে রয়েছেন। সেখান থেকে ফিরে এসে নিজেই যোগাযোগ করবেন তদন্তকারী সংস্থার সঙ্গে। শুধু সুকন্যা মণ্ডল নন, তার সংস্থা এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের আরও এক ডিরেক্টর অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণকেও নোটিস ইস্যু করে তলব করেছে সিবিআই।
advertisement
advertisement
তদন্তকারী সংস্থার দাবি, ২০১৫ সালের পর থেকে হঠাৎ সুকন্যা মণ্ডলের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ বেড়েছে। ভোলে বোম চাল কলগুলির মালিকানা রয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ের নামেই। ব্যাঙ্ক থেকে প্রায় ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট মিলেছে। সব মিলিয়ে তার আয় ব্যয়ের হিসেব নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। সেপ্টেম্বর মাসেও সুকন্যা মণ্ডলকে সিআইপিসির ৯১ ধারাতে নোটিস ইস্যু করে তার সংস্থার যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু ওই সময় নিজের অসুস্থতার কারণে সময় চেয়েছিলেন তিনি, বলে দাবি সিবিআইয়ের। পরবর্তীতে আইনজীবী মারফত নথি পাঠানো হয়।
advertisement
কিন্তু তদন্তকারী সংস্থার দাবি, সেই নথির মধ্যে অনেক বিষয় নেই। তাই ফের নোটিস ইস্যু করে বিস্তারিত তথ্য চেয়ে হাজিরা দিতে বলা হয়েছে সুকন্যাকে। ইতিমধ্যে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। তাতে অনুব্রতর সাথে তার মেয়ে সুকন্যার সম্পত্তি ও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের কথা উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের তরফে। প্রসঙ্গত শুধু সিবিআই নয়, গরু পাচার মামলায় আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয়েছে সুকন্যা মণ্ডলকে। এখন দেখার ইডিতে হাজিরা দেন কি না অনুব্রত কন্যা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'বন্ধুর' চিকিৎসার জন্য রাজ্যের বাইরে..., CBI হাজিরায় অনুব্রত কন্যা সুকন্যা চাইলেন 'সময়'
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement