Ed on Primary Tet: মানিকের বাড়িতে গোপন সিডি, আরও বেআইনি নিয়োগের হদিশ! হলফনামায় বিস্ফোরক তথ্য জানাল ইডি

Last Updated:

Ed on Primary Tet: ইডি জানিয়েছে, ২২ জুলাই মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে একটি সিডি (কমপাক্ট ডিস্ক) পাওয়া যায়। তল্লাশি করে তা মেলে।

#কলকাতা: প্রাথমিক টেট মামলায় আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামিকাল ফের শুনানি হবে এই মামলায়। সোমবার এই মামলায় ইডি-র হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। এদিন সওয়াল চলাকালীন তুষার মেহেতা বলেন, "সিবিআই তদন্তর থেকে সম্পূর্ণ আলাদা ইডি তদন্ত। ইডি তদন্তে মানি ট্রেল উঠে এসেছে। কিন্তু রাজ্যের সওয়াল অভিযুক্তদের মতো মনে হচ্ছে।" এই পরিস্থিতিতে প্রাথমিকে ২৬৯ বেআইনি নিয়োগের পর আরও ৫৫ বেআইনি নিয়োগের তথ্য পেয়েছে ইডি। আদালতে তাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি জানিয়েছে, ২২ জুলাই মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে একটি সিডি (কমপাক্ট ডিস্ক) পাওয়া যায়। তল্লাশি করে তা মেলে। সেই সিডি-তে দুটি ফোল্ডার, যেখানে নাম ছিল ৬১ জনের।
advertisement
পরে প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা মিলিয়ে দেখা যায় ৫৫ জন চাকরি পেয়েছেন। এই নিয়োগ ভুয়া বলে মনে করছে ইডি। তদন্ত আরও চলছে, পরবর্তী সময়ে আরও স্পষ্ট হবে বিষয়টি। সুপ্রিম কোর্টে হলফনামায় এমনটাই জানিয়েছে ইডি।
advertisement
বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ অবশ্য ইডি-কে হলফনামার কপি সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি আছে। সোমবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের দায়ের করার মামলার রায়দান হওয়ার কথা ছিল।
advertisement
সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলছে এই মামলার। রাজনৈতিক উদ্দেশে তাঁকে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তুলে CBI-এর বিরুদ্ধে মামলা করেছিলেন মানিক। যদিও এরই মধ্যে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে। ইডি-র বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেও শেষরক্ষা হয়নি মানিকের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ed on Primary Tet: মানিকের বাড়িতে গোপন সিডি, আরও বেআইনি নিয়োগের হদিশ! হলফনামায় বিস্ফোরক তথ্য জানাল ইডি
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement