TRENDING:

Sukanta Majumdar Panchayat Vote: পঞ্চায়েতে কি তবে বাম-বিজেপি জোট? সুকান্তর মন্তব্যে তুঙ্গে জল্পনা! ঢাল 'নীচুতলা'

Last Updated:

Sukanta Majumdar Panchayat Vote: বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,' বিজেপি কারও সঙ্গে জোট করতে পারবে না। কিন্তু, নীচুতলার লোকেরা যা করার করবে। তাদের উপর তো নিয়ন্ত্রণ চলে না। তবে এক্ষেত্রে কন্ট্রোল থাকবে বিজেপির হাতে'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে ফের জল্পনায় রাম-বাম জোট। জল্পনা বাড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ইঙ্গিতপূর্ণ মন্তব্য,' নীচুতলার লোকেরা যা করার করবেন। তাঁদের উপর তো নিয়ন্ত্রণ চলে না'। তাহলে কি বামে আপত্তি নেই রামের? এই প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে।
সুকান্ত মজুমদারের মন্তব্যে তীব্র জল্পনা
সুকান্ত মজুমদারের মন্তব্যে তীব্র জল্পনা
advertisement

পদ্ম সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,' বিজেপি কারও সঙ্গে জোট করতে পারবে না। কিন্তু, নীচুতলার লোকেরা যা করার করবে। তাদের উপর তো নিয়ন্ত্রণ চলে না। তবে এক্ষেত্রে কন্ট্রোল থাকবে বিজেপির হাতে'। নন্দকুমার থেকে মহিষাদল। সম্প্রতি, একাধিক সমবায় নির্বাচনে নীচুতলায় রাম-বাম জোট হয়। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা, তবে কি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নন্দকুমারকেই মডেল করবে বিরোধীরা? জল্পনা আরও উস্কে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

advertisement

আরও পড়ুন: চাকরি দিতে ঘুষের ১০% পেত কুন্তল, আর বাকিটা যেত...চাঞ্চল্যকর দাবি কোর্টে! তোলপাড় বাংলা

বুঝিয়ে দিলেন নীচুতলায় জোট হলে তাঁদের কোনও আপত্তি নেই। সম্প্রতি নন্দীগ্রামে দাঁড়িয়ে বামেদের প্রশংসা শোনা যায় বঙ্গ বিজেপির আরেক নেতা শুভেন্দু অধিকারীর গলাতেও। 'বামপন্থীরা সবাই খারাপ নন’, এই মন্তব্য করে সেদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকপট স্বীকারোক্তি করে বলেছিলেন, 'নন্দীগ্রামের হিন্দু বামেরা ভোট দিয়েছেন বলেই আমি জিতেছি। বামপন্থীরা সবাই খারাপ নয়। আমাদের সঙ্গে অনেক বামপন্থীরাই এসেছেন'।

advertisement

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা, সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত, বাংলার আবহাওয়ায় বড় বদল আসছে! শীতের ছুটি?

সেরা ভিডিও

আরও দেখুন
ভয়বাহ দুর্ঘটনা! দ্রুতে এল স্করপিও,রাস্তায় দাঁড়ানো ব্যক্তিকে টেনে নিয়ে ঢুকে গেল দোকানে,মৃত
আরও দেখুন

ক’মাস পরেই পঞ্চায়েত নির্বাচন। গ্রাম দখলের লড়াই। তার আগে নানা জল্পনায় সরগরম বঙ্গ রাজনীতি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কথায়,' নড়বড়ে সংগঠন। আর ঘরোয়া কোন্দলে জেরবার বঙ্গ বিজেপির পঞ্চায়েতে ভালো ফল করার লক্ষ্যে তাদের এখন ভরসা নীচুতলার অবিজেপিরা'।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar Panchayat Vote: পঞ্চায়েতে কি তবে বাম-বিজেপি জোট? সুকান্তর মন্তব্যে তুঙ্গে জল্পনা! ঢাল 'নীচুতলা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল