Weather Report: পশ্চিমী ঝঞ্ঝা, সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত, বাংলার আবহাওয়ায় বড় বদল আসছে! শীতের ছুটি?
- Published by:Suman Biswas
Last Updated:
Weather Report: রবিবারও শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। তবে এরপর সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।
জানুয়ারি মাসের মাঝামাঝি হলেও শীতের আমেজ বেশ বজায় আছে বেশ কিছু জেলাতে। গত কয়েক দিন ধরে দিনে রোদ ঝলমলে থাকলেও সন্ধ্যা নামতেই দমকা বাতাস উপভোগ করছেন জেলাবাসী। এক ধাক্কায় অনেকটাই নেমেছিল পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোরের দিকে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি ছুঁয়েছিল। (প্রতীকী চিত্র)
advertisement
advertisement
শুক্রবার খুব জোরালো পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করার কথা ছিল। সেইসঙ্গে বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে এখানে উত্তর-পশ্চিমী বায়ুর গতি রুদ্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে যা হাওয়া ঢুকবে, তা সমুদ্রের দিক থেকে ঢুকবে। উত্তরবঙ্গ তুলনামূলক ঠান্ডা থাকলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশিই থাকতে চলেছে। (প্রতীকী চিত্র)
advertisement
advertisement
কলকাতায় আজ থেকেই দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো তাপমাত্রা বাড়বে শহরে। আগামী ৫ থেকে ৭ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। (প্রতীকী চিত্র)