কলকাতা: এসএলএসটি পরীক্ষায় বসা বিপুল সংখ্যক নতুন প্রার্থী শুক্রবার রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভে শামিল হন। তাঁদের মূল দাবি—পরীক্ষায় অভিজ্ঞ প্রার্থীদের জন্য কমিশনের বরাদ্দ করা অতিরিক্ত ১০ নম্বর অবিলম্বে বাতিল করতে হবে। নতুনদের অভিযোগ, একই পরীক্ষায় বসে অভিজ্ঞদের বাড়তি নম্বর দেওয়ায় তাঁরা পিছিয়ে পড়েছেন এবং সেই কারণেই অধিকাংশ নতুন প্রার্থী ইন্টারভিউ কল পাননি। পাশাপাশি, তাঁরা স্কুল সার্ভিস কমিশনের কাছে এক লক্ষ শূন্যপদ দ্রুত ঘোষণা ও পূরণের দাবি জানান।
advertisement
এদিন ওএমআর শিট প্রকাশের দাবিও জোরালভাবে তুলে ধরেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, ওএমআর শিট প্রকাশ না হওয়ায় ফলাফলের স্বচ্ছতা এবং মার্কিংয়ের যথার্থতা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে।
এদিন নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিল শুরু হয় শিয়ালদহ স্টেশন থেকে। প্রথমে মিছিল এগোয় রামলিলা পার্কের দিকে। কিন্তু মৌলালি মোড়ে আচমকাই দিক বদলে আন্দোলনকারীরা ঢুকে পড়েন এস এন ব্যানার্জি রোডে। পুলিশের কাছে এই পাল্টানো রুট সম্পর্কে কোনও পূর্ব-তথ্য ছিল না। দেখা যায় উত্তেজনা—পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে এগোতে থাকে বিক্ষোভকারীরা।
ধস্তাধস্তির মধ্যেই মিছিল পৌঁছে যায় ডোরিনা ক্রশিং-এ। সেখানে রাস্তায় বসে পড়ে আন্দোলনকারীরা, ফলে মুহূর্তের মধ্যেই যানচলাচল সম্পূর্ণভাবে থমকে যায়। বহু অফিসযাত্রী ও সাধারণ মানুষ সমস্যায় পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল, যিনি পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের বাড়তি বাহিনী মোতায়েনের নির্দেশ দেন।
আরও পড়ুন: দূষণে দমবন্ধ দিল্লি! ৫০% কর্মচারী দিয়ে চালাতে হবে অফিস, বাকি WFH, জানাল প্রশাসন
কিছুক্ষণ পর শুরু হয় ধরপাকড়। পুলিশ একের পর এক বিক্ষোভকারীকে আটক করে মিছিল ভাঙার চেষ্টা করে। ক্রমশ উত্তেজনা কমতে থাকলে বিকেলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, তাঁদের এই প্রতিবাদ চলবে যতক্ষণ না কমিশন অভিজ্ঞতার জন্য ১০ নম্বর বাতিল ও ওএমআর শিট প্রকাশের মতো দাবিগুলিতে সাড়া দেয়।
