ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হঁশিয়ারি অনেক দিন ধরেই দিচ্ছেন বিজেপি নেতারা৷ এসআইআর-এর খসড়া তালিকায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে ৪৪ হাজারের বেশি ভোটারের নাম বাদ যাওয়ার পর ভবানীপুর নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বিজেপি নেতারা৷
এ দিন ভবানীপুরে তিনি প্রার্থী হচ্ছেন কি না সেই প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন, ‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, হারবেন, হারবেন। দল যাঁকেই প্রার্থী করুক মমতা কে হারানোর দায়িত্ব আমার, শুভেন্দু অধিকারীর। এর পাশাপাশি এ দিনও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি-ই সরকার গঠন করবে৷ একই সঙ্গে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, সরকারে আসব আর চোরেদের লাইন দিয়ে জেলে পাঠাবো৷’
advertisement
আগামী ১৪ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ার পর রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা৷ যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এসআইআর-এর পর যে ভোটার তালিকা প্রকাশিত হবে, সেই তালিকার ভিত্তিতে নির্বাচনে লড়তে রাজি হবে না তৃণমূল৷
