Delhi Pollution: দূষণে দমবন্ধ দিল্লি! ৫০% কর্মচারী দিয়ে চালাতে হবে অফিস, বাকি WFH, জানাল প্রশাসন

Last Updated:

রাজধানীতে ক্রমাগত বাড়ছে দূষণ৷ এমন পরিস্থিতিতে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, ১৯৮৬-র ৫ নম্বর ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লির পরিবেশ এবং বন মন্ত্রক৷

News18
News18
নয়াদিল্লি: শীতের দূষণে দমবন্ধ অবস্থা নয়াদিল্লির৷ পরিস্থিতি এতটাই খারাপ যে এবার সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস অর্ধেক সংখ্যক কর্মী নিয়ে চালানোর নির্দেশ দিল দিল্লি প্রশাসন৷ বাকি ৫০ শতাংশকে কাজ করতে হবে বাড়ি থেকে৷ সরকারের তরফে সোমবার জানানো হয়েছে, জরুরিকালীন ব্যবস্থার ভিত্তিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) স্টেজ থ্রি অনুযায়ী এই কাজ করা হয়েছে৷
রাজধানীতে ক্রমাগত বাড়ছে দূষণ৷ এমন পরিস্থিতিতে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, ১৯৮৬-র ৫ নম্বর ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লির পরিবেশ এবং বন মন্ত্রক৷
advertisement
advertisement
যদিও জানানো হয়েছে, হাসপাতাল, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ বিভাগ, কারাগার, গণপরিবহন, বিদ্যুৎ ও জল সরবরাহ, স্যানিটেশন সংস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট এবং দূষণ নিয়ন্ত্রণ বা প্রয়োগের সাথে জড়িত সংস্থাগুলি সহ গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিতে ৫০% উপস্থিতির সীমা প্রযোজ্য হবে না।
advertisement
শীতের মাস শুরু হওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ৷ কোনও কোনও সময় তা বিপদসীমাও ছাড়িয়ে যাচ্ছে৷ বাতাসের গুণমান হয়ে যাচ্ছে ‘ভেরি পুওর’ থেকে ‘সিভিয়র’ ক্যাটেগরির৷
ইতিমধ্যেই দূষণের কারণে দিল্লিতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ যেমন স্কুলে স্কুলে বন্ধ রয়েছে আউটডোর অ্যাক্টিভিটি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Pollution: দূষণে দমবন্ধ দিল্লি! ৫০% কর্মচারী দিয়ে চালাতে হবে অফিস, বাকি WFH, জানাল প্রশাসন
Next Article
advertisement
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! তাঁর পাসপোর্ট 'অবৈধ' ঘোষণা করল কর্তৃপক্ষ
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! পাসপোর্ট 'অবৈধ'
  • এক ভারতীয় মহিলাকে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা আটকে রাখা হয়, কারণ তাঁর পাসপোর্টকে অবৈধ বলা হয়.

  • চিনা কর্তৃপক্ষ দাবি করে, মহিলার জন্মস্থান অরুণাচল প্রদেশ চিনের ভূখণ্ড, তাই তাঁর পাসপোর্ট গ্রহণযোগ্য নয়.

  • মহিলা অভিযোগ করেন, তাঁকে নতুন টিকিট কিনতে বাধ্য করা হয় এবং ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি শহর ছাড়েন.

VIEW MORE
advertisement
advertisement