Mamata Banerjee: পোলিং স্টেশন থেকে নতুন ডেটা এন্ট্রি অপারেটর, কমিশনের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন মমতা

Last Updated:

মমতা জানান, পোলিং স্টেশন সব সময় সরকারি জায়গা বা আধা সরকারি প্রতিষ্ঠানে হয়। নিরপেক্ষতা ও নিরাপত্তা দু’টি সুবিধার কথা মাথায় রেখে। তা সত্ত্বেও কমিশন করেন জেলা আধিকারিকদের এমন নির্দেশ দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷

News18
News18
কলকাতা: ইতিমধ্যেই SIR স্থগিত করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মমতা৷ এই সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রকাশ্যে উষ্মাপ্রকাশও করেছেন৷ এবার কমিশনের আরও দু’টি সিদ্ধান্ত নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথমত, পোলিং স্টেশন এবং দ্বিতীয় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ৷ ঠিক কোন বিষয় নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী?
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি জায়গায় বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে পোলিং স্টেশন তৈরির বিষয়ে উদ্বেগপ্রকাশ করে বলেন, ‘‘আমাদের নজরে এসেছে বিভিন্ন বেসরকারি স্থানে বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে পোলিং স্টেশন তৈরির ব্যাপারে বিবেচনা করছে। জেলা আধিকারিকদের এমন জায়গা তৈরি করতে বলা হচ্ছে। এটা কেন হবে? এই ধরণের প্রস্তাব গভীর সমস্যার কারণ হবে।’’
advertisement
advertisement
মমতা জানান, পোলিং স্টেশন সব সময় সরকারি জায়গা বা আধা সরকারি প্রতিষ্ঠানে হয়। নিরপেক্ষতা ও নিরাপত্তা দু’টি সুবিধার কথা মাথায় রেখে। তা সত্ত্বেও কমিশন করেন জেলা আধিকারিকদের এমন নির্দেশ দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷
তাঁর মতো, ‘‘বেসরকারি বা ব্যক্তিগত আবাসন এড়িয়ে চলাই উচিত। কেন কেন কেন? এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে নির্বাচনী অস্বচ্ছতা ডেকে আনবে। এই সিদ্ধান্ত কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতার কারণে জরুরি ভিত্তিতে বিবেচনা করুক৷’’
advertisement
এর পাশাপাশি, ডেটা এন্ট্রি অপারেটরদের নতুন করে নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা৷ তাঁর প্রশ্ন, ‘‘এতদিন ধরে ফিল্ড অফিশিয়ালরা তাদের প্রয়োজন মতো ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করে। তারপরে জরুরি প্রয়োজন থাকলে। জেলা নির্বাচনী আধিকারিক নিয়োগ করতে পারে সেই ক্ষমতা দেওয়া আছে। এটাই বরাবর হয়ে আসছে। এরপরে হঠাৎ করে সিইও অফিসের এমন সিদ্ধান্ত কেন? প্রচলিত সিদ্ধান্তর বাইরে গিয়ে কেন এমন সিদ্ধান্ত? যারা ইতিমধ্যেই কাজ করছে তাদের বাদ দিয়ে বা আপত্তি জানিয়ে। তাহলে এর পেছনে কি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা? কায়েমি স্বার্থ রক্ষার চেষ্টা?’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: পোলিং স্টেশন থেকে নতুন ডেটা এন্ট্রি অপারেটর, কমিশনের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন মমতা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement