Mamata Banerjee: পোলিং স্টেশন থেকে নতুন ডেটা এন্ট্রি অপারেটর, কমিশনের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন মমতা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মমতা জানান, পোলিং স্টেশন সব সময় সরকারি জায়গা বা আধা সরকারি প্রতিষ্ঠানে হয়। নিরপেক্ষতা ও নিরাপত্তা দু’টি সুবিধার কথা মাথায় রেখে। তা সত্ত্বেও কমিশন করেন জেলা আধিকারিকদের এমন নির্দেশ দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷
কলকাতা: ইতিমধ্যেই SIR স্থগিত করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মমতা৷ এই সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রকাশ্যে উষ্মাপ্রকাশও করেছেন৷ এবার কমিশনের আরও দু’টি সিদ্ধান্ত নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথমত, পোলিং স্টেশন এবং দ্বিতীয় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ৷ ঠিক কোন বিষয় নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী?
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি জায়গায় বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে পোলিং স্টেশন তৈরির বিষয়ে উদ্বেগপ্রকাশ করে বলেন, ‘‘আমাদের নজরে এসেছে বিভিন্ন বেসরকারি স্থানে বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে পোলিং স্টেশন তৈরির ব্যাপারে বিবেচনা করছে। জেলা আধিকারিকদের এমন জায়গা তৈরি করতে বলা হচ্ছে। এটা কেন হবে? এই ধরণের প্রস্তাব গভীর সমস্যার কারণ হবে।’’
advertisement
advertisement
মমতা জানান, পোলিং স্টেশন সব সময় সরকারি জায়গা বা আধা সরকারি প্রতিষ্ঠানে হয়। নিরপেক্ষতা ও নিরাপত্তা দু’টি সুবিধার কথা মাথায় রেখে। তা সত্ত্বেও কমিশন করেন জেলা আধিকারিকদের এমন নির্দেশ দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷
তাঁর মতো, ‘‘বেসরকারি বা ব্যক্তিগত আবাসন এড়িয়ে চলাই উচিত। কেন কেন কেন? এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে নির্বাচনী অস্বচ্ছতা ডেকে আনবে। এই সিদ্ধান্ত কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতার কারণে জরুরি ভিত্তিতে বিবেচনা করুক৷’’
advertisement
এর পাশাপাশি, ডেটা এন্ট্রি অপারেটরদের নতুন করে নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা৷ তাঁর প্রশ্ন, ‘‘এতদিন ধরে ফিল্ড অফিশিয়ালরা তাদের প্রয়োজন মতো ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করে। তারপরে জরুরি প্রয়োজন থাকলে। জেলা নির্বাচনী আধিকারিক নিয়োগ করতে পারে সেই ক্ষমতা দেওয়া আছে। এটাই বরাবর হয়ে আসছে। এরপরে হঠাৎ করে সিইও অফিসের এমন সিদ্ধান্ত কেন? প্রচলিত সিদ্ধান্তর বাইরে গিয়ে কেন এমন সিদ্ধান্ত? যারা ইতিমধ্যেই কাজ করছে তাদের বাদ দিয়ে বা আপত্তি জানিয়ে। তাহলে এর পেছনে কি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা? কায়েমি স্বার্থ রক্ষার চেষ্টা?’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 24, 2025 5:36 PM IST

