Dharmendra Passed Away: বয়স বাড়লে বাড়ে...৮০-র উপরে যুঁজতে পারা মুশকিল! সেই অসুখের কাছেই নতিস্বীকার করতে হল ধর্মেন্দ্রকে

Last Updated:
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ৮০ বছর বয়সের পরে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে শুরু করে৷ যা অনেক গুরুতর রোগের ঝুঁকি তীব্রভাবে বাড়িয়ে দেয়।
1/7
এই তো ক’দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে৷ সেই যুদ্ধ জয় করে ফিরেও গিয়েছিলেন বাড়ি৷ চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল, তাঁর পরিবার সিদ্ধান্ত নিয়েছে, বাকি চিকিৎসা বাড়িতেই চালানো হবে৷ তারপর সপ্তাহ কয়েক গড়াতে না গড়াতেই এল দুঃসংবাদ৷ একটা যুগের অবসান করে দিয়ে চলে গেলেন প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র৷
এই তো ক’দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে৷ সেই যুদ্ধ জয় করে ফিরেও গিয়েছিলেন বাড়ি৷ চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল, তাঁর পরিবার সিদ্ধান্ত নিয়েছে, বাকি চিকিৎসা বাড়িতেই চালানো হবে৷ তারপর সপ্তাহ কয়েক গড়াতে না গড়াতেই এল দুঃসংবাদ৷ একটা যুগের অবসান করে দিয়ে চলে গেলেন প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র৷
advertisement
2/7
সোমবার সকালে নিজের বাড়িতে মাত্র ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ আগামী ৮ ডিসেম্বরেই ৯০ বছর পূর্ণ হতো তাঁর৷
সোমবার সকালে নিজের বাড়িতে মাত্র ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ আগামী ৮ ডিসেম্বরেই ৯০ বছর পূর্ণ হতো তাঁর৷
advertisement
3/7
সোমবার বিকেলে মুম্বইয়ের পবন হংস শশ্মানে বড় ছেলে সানি দেওল তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন৷ সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান থেকে শুরু করে সঞ্জয় দত্ত, সলমন খান, দীপিকা-রণবীরেরা৷
সোমবার বিকেলে মুম্বইয়ের পবন হংস শশ্মানে বড় ছেলে সানি দেওল তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন৷ সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান থেকে শুরু করে সঞ্জয় দত্ত, সলমন খান, দীপিকা-রণবীরেরা৷
advertisement
4/7
গত বেশ কয়েক সপ্তাহ ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ধর্মেন্দ্রে৷ গত ১ নভেম্বর সমস্যা বাড়ায় তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রায় ১১ দিন সেখানেই ভর্তি ছিলেন তিনি৷ হাসপাতাল সূত্রের খবর,  সে সময় একবার তাঁকে ভেন্টিলেটরেও রাখতে হয়েছিল৷
গত বেশ কয়েক সপ্তাহ ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ধর্মেন্দ্রে৷ গত ১ নভেম্বর সমস্যা বাড়ায় তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রায় ১১ দিন সেখানেই ভর্তি ছিলেন তিনি৷ হাসপাতাল সূত্রের খবর, সে সময় একবার তাঁকে ভেন্টিলেটরেও রাখতে হয়েছিল৷
advertisement
5/7
এর আগে কোমরে ব্যথা, পেশিগত সমস্যার মতো সাধারণ কারণে তাঁকে হাসপাতালে চেক-আপ এ যেতে হয়েছিল৷ তবে খুব গুরুতর কিছু কখনওই হয়নি৷ কয়েক মাস আগে তাঁর বাঁ চোখে কর্নিয়া প্রতিস্থাপনের অস্ত্রোপচারও হয়৷ সে সময় হাসপাতাল থেকে বেরনোর সময় ধর্মেন্দ্র বলেছিলেন, ‘‘আভি ভি বহুত দম হ্যায়..মেরে আঁখ মে গ্রাফ্ট হুয়া হ্যায়৷’’
এর আগে কোমরে ব্যথা, পেশিগত সমস্যার মতো সাধারণ কারণে তাঁকে হাসপাতালে চেক-আপ এ যেতে হয়েছিল৷ তবে খুব গুরুতর কিছু কখনওই হয়নি৷ কয়েক মাস আগে তাঁর বাঁ চোখে কর্নিয়া প্রতিস্থাপনের অস্ত্রোপচারও হয়৷ সে সময় হাসপাতাল থেকে বেরনোর সময় ধর্মেন্দ্র বলেছিলেন, ‘‘আভি ভি বহুত দম হ্যায়..মেরে আঁখ মে গ্রাফ্ট হুয়া হ্যায়৷’’
advertisement
6/7
অভিনেতা ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সাথে লড়াই করছিলেন, যার মধ্যে সবচেয়ে গুরুতর ছিল শ্বাসকষ্ট। এটি ছিল সবচেয়ে গুরুতর, যার ফলে কয়েক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। গত ৩১ অক্টোবর হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বুকে ব্যথারও অভিযোগ করেছিলেন। ICU-তেরেখ চলে চিকিৎসা৷  তারপর ১২ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকেরা৷
অভিনেতা ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সাথে লড়াই করছিলেন, যার মধ্যে সবচেয়ে গুরুতর ছিল শ্বাসকষ্ট। এটি ছিল সবচেয়ে গুরুতর, যার ফলে কয়েক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। গত ৩১ অক্টোবর হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বুকে ব্যথারও অভিযোগ করেছিলেন। ICU-তে রেখে চলে চিকিৎসা৷ তারপর ১২ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকেরা৷ তার ১২ দিন পরে সোমবার, ২৪ নভেম্বর সকালে তাঁর মৃত্যু৷
advertisement
7/7
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ৮০ বছর বয়সের পর শরীরের স্বাভাবিক ক্ষমতা হ্রাস পেতে শুরু করে, যা অনেক গুরুতর রোগের ঝুঁকি তীব্রভাবে বৃদ্ধি করে। যফুসফুসের ক্ষমতা হ্রাসের ফলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে৷ এই বয়সে আবহাওয়া পরিবর্তনের সময়ে কোনও সংক্রমণ এলে অশীতিপর মানুষদের ক্ষেত্রে তার সঙ্গে লড়াই করতে পারা কঠিন হয়ে পড়ে৷  কারণ, এই বয়সে  শরীরের বিপাক ক্রিয়া ধীর হয়ে যাওয়া, যা পুষ্টির শোষণকে হ্রাস করে এবং নিরাময় প্রক্রিয়াকে ধীর করে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা অর্ধেকেরও কম কার্যকর হয়ে যায়,এই সমস্ত কারণের কারণে, ৮০ বছরের বেশি বয়সী ছোটখাটো অসুস্থতাও বড় জটিলতায় পরিণত হতে পারে, যা আরোগ্য লাভকে উল্লেখযোগ্যভাবে চ্যালেঞ্জিং করে তোলে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ৮০ বছর বয়সের পরে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে শুরু করে৷ যা অনেক গুরুতর রোগের ঝুঁকি তীব্রভাবে বাড়িয়ে দেয়। ফুসফুসের ক্ষমতা হ্রাসের ফলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে৷ এই বয়সে আবহাওয়া পরিবর্তনের সময়ে সামান্য কোনও সংক্রমণ হলে অশীতিপর মানুষদের ক্ষেত্রে তার সঙ্গে লড়াই করতে পারা কঠিন হয়ে পড়ে৷ কারণ, এই বয়সে শরীরের বিপাক ক্রিয়া ধীর হয়ে যাওয়া, যা পুষ্টির শোষণকে হ্রাস করে এবং নিরাময় প্রক্রিয়াকে ধীর করে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা অর্ধেকেরও কম কার্যকর হয়ে যায়৷ এই সমস্ত কারণের কারণে, ৮০ বছরের বেশি বয়সি ছোটখাটো অসুস্থতাও বড় জটিলতায় পরিণত হতে পারে।
advertisement
advertisement
advertisement