শহরের যাতায়াত ব্যবস্থার ভরকেন্দ্র হল মেট্রো৷ এর মধ্যে ব্লু লাইন মেট্রোকে কলকাতার ‘লাইফলাইন’ বলা হয়৷ ফলে মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় বিপাকে যাত্রীরা৷ বিশেষত ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি শিকার হন যাত্রীরা। বিশেষ করে অফিসফেরত যাত্রীরা সমস্যায় পড়েন। রবিবার ছুটির দিন হওয়ায় অফিসযাত্রীদের খানিক স্বস্তি৷
advertisement
আরও পড়ুন: ‘আমি ১০ একর জমি দান করতে প্রস্তুত’! পথকুকুরদের সুরক্ষায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন মিকার
প্রসঙ্গত, মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও একাধিকবার এই ধরণের ঘটনা সামনে এসেছে৷ গত ডিসেম্বর মাসেও ময়দান স্টেশনে লন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি৷ ব্লু লাইনেই ঘটেছিল ওই ঘটনা৷ ওই ঘটনার জেরে সেদিনও ব্লু লাইনে প্রায় ঘণ্টাখানের পরিষেবা বন্ধ রাখা হয়েছিল৷ যদিও ঘণ্টাখানেক পরই স্বাভাবিক হয়ে যায় পরিষেবা৷
প্রসঙ্গত, জানুয়ারি মাসে রবিবার করে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো৷ একটি বিবৃতি জারি করে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের যাতায়াত সহজ করতে জানুয়ারি মাসে রবিবার অতিরিক্ত পরিষেবা পরিচালনা করবে কলকাতা মেট্রো রেলওয়ে। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম) রবিবার মেট্রো ১৬০টি পরিষেবা চালাবে – ৮০টি আপ দিকে এবং ৮০টি ডাউন দিকে, যা স্বাভাবিক ১৩০টি থেকে বেশি।
ব্লু লাইনের প্রথম ট্রেনটি সকাল ৯টায় ছেড়ে যাবে, শেষ ট্রেনটি রাত ৯.৩৩ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে এবং রাত ৯.৪৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দমদমের উদ্দেশে ছেড়ে যাবে। নোয়াপাড়া থেকেও সকাল ৯টায় প্রথম পরিষেবা চালু থাকবে।
একইভাবে, গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্ট লেক সেক্টর ভি), মেট্রো রেলওয়ে রবিবার ১০৮টির পরিবর্তে ১২৪টি পরিষেবা পরিচালনা করবে – ৬২টি আপ এবং ৬২টি ডাউন। বিবৃতিতে বলা হয়েছে।
