আর সৌগত রায়ের এই মন্তব্যকে নিয়েই শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিরোধী বিজেপি এবং সিপিএম। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন,' বর্ষীয়ান সাংসদের থেকে এবার বোমা বানানোর শিক্ষা পাচ্ছে বাংলার মানুষ। আগামী দিনে তৃণমূল 'দুয়ারে বোমা' প্রকল্প চালু করবে। রাজ্যে প্রায় প্রতিদিনই বোমা পাওয়া যাচ্ছে। গুলি চলছে। যে বোমা-গুলি পঞ্চায়েত ভোট লুঠ করতে ইতিমধ্যেই তার ব্যবহার শুরু করেছে শাসক দল। পঞ্চায়েত ভোটের সময় বিরোধীদের ওপর আক্রমণের জন্যই মজুদ করা হচ্ছে বোমা, বন্দুক'।
advertisement
আরও পড়ুন : মাত্র ৪৫০ টাকার জন্য পিটিয়ে খুন শহরের বুকে! গ্রেফতার তিন
সুকান্ত মজুমদার আরও বলেন, ' তৃণমূল সাংসদদের মুখে কী ভাবে বোমা বানাতে হয় এই শিক্ষা দিয়ে উনি প্রমাণ করলেন রাজ্যের আইন-শৃঙ্খলা বলে কিছু নেই'। সৌগত রায়কে খোঁচা দিয়ে সুকান্তর কথায়,'উনি যেভাবে বোমা বিশেষজ্ঞের মতো মতামত দিলেন তাতে NIA- তে ওনার চাকরি পাওয়া উচিত'।
অন্যদিকে সৌগত রায়ের বোমা মন্তব্য নিয়ে কটাক্ষের সুর শোনা গেল সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলাতেও। সুজন চক্রবর্তী বললেন ,'উনি হাতে হাতে টাকা নিতে অভিজ্ঞ ছিলেন, এতদিন বাংলার মানুষ তাই জানতেন। এবার বোমা তৈরির ফর্মুলাতেও তিনি যে সমান অভিজ্ঞ, এটাও বাংলার মানুষ আজ জানলেন'। তৃণমূল সরকারের আমলে দুর্নীতি-সহ অনেক নতুন নতুন বিষয় বাংলার মানুষ জানতে পারছে বলে সুজন চক্রবর্তীর কটাক্ষের সুরে দাবি, 'যে বোমা নিয়ে তিনি উদ্বেগ নেই বলছেন। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই বোমাই বিস্ফোরণ হচ্ছে। বোমা বিস্ফোরণে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে'।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী