মাত্র ৪৫০ টাকার জন্য পিটিয়ে খুন শহরের বুকে! গ্রেফতার তিন
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
মাত্র সাড়ে চারশো টাকার জন্য পিটিয়ে খুন! শহর কলকাতার বুকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, রিজেন্ট পার্ক থানা এলাকায় নেহেরু কলোনিতে।
কলকাতা : মাত্র সাড়ে চারশো টাকার জন্য পিটিয়ে খুন! শহর কলকাতার বুকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, রিজেন্ট পার্ক থানা এলাকায় নেহেরু কলোনিতে। অফিস কর্মীদের মধ্যে পাওনা নিয়ে মারধরে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম, অমিত রঞ্জন চট্টোপাধ্যায় ( ৩৫ বছর বয়স)। অমিত বীরভূমের বাসিন্দা। কলকাতায় একটি বেসরকারি যব প্লেসমেন্ট সংস্থায় চাকরি করতেন অমিত।
অভিযোগ, শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটে রিজেন্ট পার্কের অফিসে। অফিসের মালিক সুমন মণ্ডলের ব্যাগ থেকে ৪৫০টাকা চুরি হয় বলে অভিযোগ। সেই টাকা চুরির অভিযোগ অমিতের দিকে যায়। এরপরই অমিতকে বেধড়ক মারধর করে অফিসের মালিক ও স্টার্ফরা। অভিযোগ, অফিস মালিক সুমন মণ্ডল, স্টাফ দেবাশীষ অধিকারী, স্টাফ সোমনাথ চক্রবর্তী অফিসে মারধর করে অমিতকে। অমিত লুটিয়ে পড়েন।
advertisement
advertisement
অমিতকে নিয়ে আসা হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে অফিসের মালিক, স্টাফ ও আরও এক স্টাফের সঙ্গে ঝামেলার জেরে মারধর করে নিজেরাই হাসপাতালে নিয়ে যায় অভিযুক্তরা। এইসময় একজন হাসপাতাল থাকলেও মৃত্যু খবর শুনে বাকিরা পালিয়ে যায়। তিন জনকে আটক করে পরে তাদের রিজেন্ট পার্ক থানার পুলিশ গ্রেফতার করে।
advertisement
ধৃত সুমন মণ্ডল বীরভূমের কির্ণাহারের বাসিন্দা, দেবাশীষ অধিকারী বজবজের বাসিন্দা, সোমনাথ চক্রবর্তী রিজেন্ট প্লেসের বাসিন্দা।যে গাড়িটি করে অমিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, অফিসটি ভাড়ায় চলত। অফিসটি যাঁরা ভাড়া দিয়েছিলেন সেই বাড়ির সদস্য প্রীতিশ দাস জানান, অফিসটি ভাড়া নেওয়া হয়েছিল। গত তিন বছর ধরে চলছে। শনিবার সন্ধেতে অমিতের দেহ পড়েছিল তাঁরা দেখেন। যাঁদের অফিস তাঁরা নিয়ে যায় হাসপাতালে।পুলিশ সূত্রে খবর, হাতে থুতনিতে একাধিক জায়গায় মারধরের আঘাত রয়েছে ওই যুবকরে দেহে। তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
advertisement
অর্পিতা হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 6:13 PM IST