TRENDING:

কালীপুজোয় ফানুস ওড়ানো বন্ধ করা নিয়ে কড়া নির্দেশ পুলিশ কমিশনারের, পরিবেশবান্ধব বাজিতে জোর

Last Updated:

Kalipuja 2025: নিষিদ্ধ ফানুস যাতে পুরোপুরি বন্ধ রাখা যায়, সমন্বয় বৈঠকে পুলিশ কমিশনারের কাছে আবেদন একাধিক কালীপুজো কমিটির। পুলিশ কমিশনার মনোজ বর্মার তরফে আশ্বস্ত করা হয়েছে এই বিষয়ে নজরদারি চালানো হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিষিদ্ধ ফানুস যাতে পুরোপুরি বন্ধ রাখা যায়, সমন্বয় বৈঠকে পুলিশ কমিশনারের কাছে আবেদন একাধিক কালীপুজো কমিটির। পুলিশ কমিশনার মনোজ বর্মার তরফে আশ্বস্ত করা হয়েছে এই বিষয়ে নজরদারি চালানো হবে।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা
advertisement

বৈঠকে উপস্থিত পুলিশ কর্তাদের এই বিষয়ে সতর্ক ও সজাগ থেকে ২০১৯-এর গাইড লাইন (ফানুস নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি) মেনে নজরদারি চালাতে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।

আরও পড়ুন: রাজনীতি, সাংবাদিকতার পরে ব্রাত্য বসুর পরিচালনায় এবার অভিনয়ে কুণাল ঘোষ! কোন ছবিতে থাকছেন?

পাশাপাশি অন্যান্য বাজিও পরিবেশের পক্ষে ক্ষতিকর, তা সে শব্দবাজি হোক বা অন্যান্য পরিবেশ দূষণ করে সব ধরনের বাজিই। তাই নজরদারি রাখা হচ্ছে আতসবাজি ব‍্যবহারের ওপরেও। পুলিশ কমিশনার বৈঠকে জানান, অনুমোদিত গ্রিন বাজিই ব‍্যবহার করতে হবে। এখন থেকেই বিভিন্ন পয়েন্টে চেকিং চলছে। নিষিদ্ধ শব্দবাজির ক্ষেত্রে যারা ব্যবহার করবেন কঠোর পদক্ষেপ নেবে পুলিশ।

advertisement

আরও পড়ুন: এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রকে চ্যালেঞ্জ ৯২ হাজার পরীক্ষার্থীর! কী হবে এবার?

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ২ লক্ষ টাকায় ১০ লক্ষ টাকার ড্রোন, আছে লোনের সুবিধা! ঘরে বসে সারাবছর আয়
আরও দেখুন

পাশাপাশি কালীপুজো কমিটিগুলির একাংশের তরফে কালীপুজোয় বিদ‍্যুতের বিলে ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছে। বৈঠক উপস্থিত সিইএসসি তরফে জানানো হয়েছে এই বিষয়ে তারা আলোচনা করবেন। সেই সঙ্গে পুজো কমিটির কর্তাদের একাংশ দুর্গাপুজো এবং জগদ্ধাত্রীপুজোর মতো কালীপুজোতেও কার্নিভালের আর্জি জানিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কালীপুজোয় ফানুস ওড়ানো বন্ধ করা নিয়ে কড়া নির্দেশ পুলিশ কমিশনারের, পরিবেশবান্ধব বাজিতে জোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল