বৈঠকে উপস্থিত পুলিশ কর্তাদের এই বিষয়ে সতর্ক ও সজাগ থেকে ২০১৯-এর গাইড লাইন (ফানুস নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি) মেনে নজরদারি চালাতে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।
পাশাপাশি অন্যান্য বাজিও পরিবেশের পক্ষে ক্ষতিকর, তা সে শব্দবাজি হোক বা অন্যান্য পরিবেশ দূষণ করে সব ধরনের বাজিই। তাই নজরদারি রাখা হচ্ছে আতসবাজি ব্যবহারের ওপরেও। পুলিশ কমিশনার বৈঠকে জানান, অনুমোদিত গ্রিন বাজিই ব্যবহার করতে হবে। এখন থেকেই বিভিন্ন পয়েন্টে চেকিং চলছে। নিষিদ্ধ শব্দবাজির ক্ষেত্রে যারা ব্যবহার করবেন কঠোর পদক্ষেপ নেবে পুলিশ।
advertisement
পাশাপাশি কালীপুজো কমিটিগুলির একাংশের তরফে কালীপুজোয় বিদ্যুতের বিলে ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছে। বৈঠক উপস্থিত সিইএসসি তরফে জানানো হয়েছে এই বিষয়ে তারা আলোচনা করবেন। সেই সঙ্গে পুজো কমিটির কর্তাদের একাংশ দুর্গাপুজো এবং জগদ্ধাত্রীপুজোর মতো কালীপুজোতেও কার্নিভালের আর্জি জানিয়েছেন।