TRENDING:

West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন

Last Updated:
বুধবার এক ধাক্কায় স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি নেমে কলকাতার পারদ পৌঁছেছে ১৭ ডিগ্রিতে। কোনও কোনও জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে।
advertisement
1/6
শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
বুধবার এক ধাক্কায় স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নেমে কলকাতার পারদ পৌঁছেছে ১৭ ডিগ্রিতে। কোনও কোনও জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে। ফলে হেমন্তেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে। সঙ্গে চলবে উত্তুরে হাওয়ার দাপট।
advertisement
2/6
উইকেন্ড পর্যন্ত জমিয়ে শীতের আমেজ। কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বীরভূমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। জমিয়ে শীতের আমেজ রাজ্যজুড়ে। স্বাভাবিকের ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে রয়েছে তাপমাত্রা।
advertisement
3/6
অবাধ পশ্চিমের শীতল হাওয়া। কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। বঙ্গোপসাগরে কোনও সিস্টেম নেই। রাজধানী দিল্লি থেকে ছত্তিশগড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে। শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের তাপমাত্রা নামল অনেকটাই। আগামী শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সকালের দিকে সামান্য কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে। উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে ও রাতে শীতের আমেজ থাকবে। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ।
advertisement
4/6
কলকাতায় সামান্য হলেও নামল পারদ। রাতের তাপমাত্রা নামল ০.১ ডিগ্রি সেলসিয়াস। আজ, বৃহস্পতিবারও ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পারদ। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রিরও বেশি নীচে রয়েছে। আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রবিবার থেকে খুব সামান্য হলেও বাড়বে তাপমাত্রা।
advertisement
5/6
রাতে ও ভোরে শীতের আমেজ আরও একটু বাড়ল। তবে বেলায় শীতের আমেজ কমে যাবে। আগামী ৬-৭ দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
advertisement
6/6
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল