TRENDING:

দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার

Last Updated:

সূত্রের খবর, এই ভেন্ডিং মেশিনগুলি ২৪ ঘণ্টা স্বাস্থ্যকরভাবে প্যাক করা খাবার এবং পানীয়ের সুবিধা দেবে। UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে। এতে যাত্রীদের সময় বাঁচবে এবং লাইন এড়ানো যাবে। রাতের যাত্রাতেও বিশেষ সুবিধা পাওয়া যাবে বলেই আশা।

advertisement
দুর্গাপুর: দুর্গাপুর স্টেশনে এবার স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন। ২৪ ঘণ্টা মিলবে খাবার পানীয়। রেলের এই প্রচেষ্টায় স্বস্তির নিশ্বাস ফেলছেন যাত্রীরা।
২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
advertisement

সূত্রের খবর, এই ভেন্ডিং মেশিনগুলি ২৪ ঘণ্টা স্বাস্থ্যকরভাবে প্যাক করা খাবার এবং পানীয়ের সুবিধা দেবে। UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে। এতে যাত্রীদের সময় বাঁচবে এবং লাইন এড়ানো যাবে। রাতের যাত্রাতেও বিশেষ সুবিধা পাওয়া যাবে বলেই আশা।

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

এই AVM  মাধ্যমে দুর্গাপুর স্টেশন একটি স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছেই বলা যায়। দুর্গাপুর স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন৷ এটি যাত্রী সংখ্যার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসানসোল ডিভিশনের গ্রেড এ ভুক্ত এই স্টেশন। হাসপাতাল, স্কুল, কলেজ ও নানা বড় বড় সংস্থায় কাজের জন্যে প্রচুর মানুষ এই স্টেশন ব্যবহার করেন। এছাড়া এই স্টেশন দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, আসানসোল বিভাগ প্রতিটি স্টেশন জুড়ে এই ধরনের আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের চেষ্টা করছে যাত্রীদের জন্য প্রতিটি যাত্রা আরও আরামদায়ক, সুবিধাজনক এবং উপভোগ্য হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল