Latest News Live Updates: ফের কাঁপল রাজধানী! দিল্লি বিমানবন্দর সংলগ্ন র্যাডিসন হোটেলের কাছেই বিকট বিস্ফোরণের শব্দ হয় কিছুক্ষণ আগেই। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। যদিও, সন্দেহজনক কিছু খুঁজে পায়নি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে দিল্লির মহিপালপুর এলাকায় র্যাডিসন হোটেলের কাছে বিস্ফোরণের মতো শব্দের খবর পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ, ট্রাকে আগুন, যানবাহন চলাচল বন্ধ। ঢাকা ও ঢাকার বাইরে পাঁচটি যানবাহনে আগুন। ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। যদিও এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার প্রথম আলোকে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুসারে, রাত ১২ঃ১৫ নাগাদ রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসটি পুড়ে যায়।
দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমর নবিই। গাড়িতে উদ্ধার দেহাংশর সঙ্গে DNA ম্যাচ। উমরের মা-ভাইয়ের সঙ্গে DNA-র ১০০% মিল। দাঁত-হাড়-কাপড়ের টুকরোর সঙ্গে DNA ম্যাচ। এখনও পর্যন্ত ৯ জনের দেহ শনাক্ত। এদিকে, পুলওয়ামার কোয়েল গ্রামের বাসিন্দা দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবী। মঙ্গলবার, তার মা শামীমা বেগমকে তার দুই ছেলের সঙ্গে পুলওয়ামায় ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আই২০ গাড়ি বিক্রি এবং ক্রয়ের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
উইকেন্ড পর্যন্ত জমিয়ে শীতের আমেজ। কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। জমিয়ে শীতের আমেজ রাজ্যজুড়ে। স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা।
