Kunal Ghosh: রাজনীতি, সাংবাদিকতার পরে ব্রাত্য বসুর পরিচালনায় এবার অভিনয়ে কুণাল ঘোষ! কোন ছবিতে থাকছেন?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Kunal Ghosh: রাজনীতি, সাংবাদিকতার পরে ব্রাত্য বসুর পরিচালনায় এবার অভিনয়ে কুণাল ঘোষ। এই নিয়ে দ্বিতীয় সিনেমায় অভিনয় করতে চলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ ছাড়াও ওই ছবিতে অভিনয় করবেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, সিনেমার নাম 'শেকড়'।
কলকাতা: রাজনীতি, সাংবাদিকতার পরে ব্রাত্য বসুর পরিচালনায় এবার অভিনয়ে কুণাল ঘোষ। এই নিয়ে দ্বিতীয় সিনেমায় অভিনয় করতে চলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ ছাড়াও ওই ছবিতে অভিনয় করবেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, সিনেমার নাম ‘শেকড়’।
বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প নিয়ে তৈরি হচ্ছে শেকড় সিনেমাটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী এবং সীমা বিশ্বাস। অভিনয়ে রয়েছেন, ঋদ্ধি সেন। এই ছবির শুটিংয়ের জন্য বোলপুরে যাচ্ছেন কুণাল ঘোষ। ব্যস্ততার জন্য সপ্তাহে দুদিন শুক্র এবং শনিবার সপ্তাহে ২ দিন শুটিং করবেন।
advertisement
advertisement
ওই ছবিতে বিভিন্ন চরিত্রের মধ্যে কুণাল ঘোষের চরিত্রের নাম মেজদা। এক রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করছেন তিনি। বিধায়ক নারায়ণ গোস্বামীও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে বলে খবর। ইতিমধ্যেই অরিন্দম শীলের পরিচালনায় কর্পূর সিনেমা অভিনয় করেছেন তিনি।
advertisement
বোলপুর ছাড়াও ওই সিনেমার শুটিং হবে বেনারসে। আগামী বছর মার্চ মাসে সিনেমাটি মুক্তি পেতে পারে। তবে হেভিওয়েট নেতারা অভিনয় করায় ইতিমধ্যেই এই ছবি ঘিরে চর্চা শুরু হয়েছে। তবে ভোটের আগেই ওই ছবি মুক্তি পাওয়ায় ভাল সাড়া পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 15, 2025 10:18 PM IST