'কেউ এক টাকাও দেয় না, তা সত্ত্বেও আমরা কাজ করছি', উত্তরবঙ্গ নিয়ে কেন্দ্রকে আক্রমণে মমতা

Last Updated:

Mamata Banerjee: বাঁধ নিয়ে বরাবরের মতো ফের আক্রমণে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁধের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, "ড্যাম রেখেছে কেন? গ্রীষ্মকালে যে সব জায়গায় জল নেই সেখানে জল দেবে বলে, আর আমরা সেই সময় জল চাইলে পাইনা। এমন ড্যাম রেখে লাভ কি?"

কী বললেন মমতা?
কী বললেন মমতা?
বাঁধ নিয়ে বরাবরের মতো ফের আক্রমণে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁধের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “ড্যাম রেখেছে কেন? গ্রীষ্মকালে যে সব জায়গায় জল নেই সেখানে জল দেবে বলে, আর আমরা সেই সময় জল চাইলে পাইনা। এমন ড্যাম রেখে লাভ কি? ভেঙে দাও। কোথাও ওরা ড্রেজিং করে না। নদীকে নদীর মতো বইতে দাও। যে সব বাড়ি ভেঙেছে তা সারানো হবে, এই টাকা ডিজাস্টার দেবে। সেই জন্যেই আপনাদের থেকে টাকা চাইছি। না দিলেও ক্ষতি নেই, চালাচ্ছি তো, ৫ বছর ধরে সব টাকা বন্ধ। তাও মানুষের জন্য আমরা কাজ করছি”।
পাশাপাশি কোনও বিপর্যয়তেই কেন্দ্রের অনুদান না পাওয়া নিয়েও আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আজ পর্যন্ত এক পয়সাও আমরা কোথা থেকে পাইনি, এ সত্ত্বেও আমরা কাজ করছি। নদী গতিপথ বদল করেছে, রাস্তা, সেতু ভেঙে গেছে। বাড়ি ভেঙে গেছে, নদীর জলে ডলোমাইট। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ভেঙে গেছে। চাষিদের ফসল বিমা দেওয়া হবে। সবাই রিপোর্ট তৈরি করে জেলাশাসককে দিন। সুফল বাংলায় আউটলেট চালু করা হয়েছে”।
advertisement
advertisement
তাঁর আরও দাবি, “আমি ৫০০০ কিটস নিয়ে এসেছি। সবার দায়িত্ব আছে। কাজ করতে হয়। খালি সমালোচনা করলে হয় না। ডিজাস্টারের জন্য একটা অ্যাকাউন্ট করেছি। কেউ চাইলে সেখানে দিন। ভিক্ষা চাইনা আমরা। কেউ যদি স্বেচ্ছায় দিতে চায় দেবে”।
advertisement
পাশাপাশি উত্তরবঙ্গের বিপর্যয়ের ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলেন, “স্বাস্থ্য পরিকাঠামো একাধিক জায়গায় ভেঙে গেলেও, ক্যাম্প করে করে পরিষেবা দেওয়া হচ্ছে। ২২৮ পানীয় জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ হাজার মানুষকে না সরালে কি অবস্থা হত ভাবুন, ১৩০০ বেশি মানুষকে দার্জিলিং থেকে উদ্ধার করা হয়েছে। আমি নিজে মিরিকে গিয়ে মৃতর পরিবারের সাথে দেখা করেছি। কমিউনিটি ক্যাম্পে গেছি। আমার পাড়া আমার সমাধানে যাদের নথি হারিয়েছে তারা রিলিফ ক্যাম্প থেকে যাতে নথি পান সেই সব ব্যবস্থা করা হচ্ছে। দার্জিলিং জেলার ৯ ব্লকে ৪ পুরসভার ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। সাথে সাথে উদ্ধার না হলে তারা তলিয়ে যেতে পারছেন। আমাদের কর্মীদের স্যালুট দিই। পুলিশ, দমকল, পূর্ত দফতর সহ সবাইকে স্যালুট। আইসি ও বিডিওরা যেভাবে কাজ করেছে তার তুলনা নেই। ৭০০ মতো ল্যান্ডস্লাইড হয়েছে। ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে”।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'কেউ এক টাকাও দেয় না, তা সত্ত্বেও আমরা কাজ করছি', উত্তরবঙ্গ নিয়ে কেন্দ্রকে আক্রমণে মমতা
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement