TRENDING:

Mamata Banerjee: ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মমতা! হাজার হাজার মানুষের জন্য দিলেন বড় সুখবর, বছরশেষে মুখে ফুটবে হাসি!

Last Updated:

Mamata Banerjee: বছরশেষে একগুচ্ছ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী আগামী দু-সপ্তাহের একাধিক উল্লেখযোগ্য কর্মসূচির ঘোষণা করেন আজ, বৃহস্পতিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বছরশেষে একগুচ্ছ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী আগামী দু-সপ্তাহের একাধিক উল্লেখযোগ্য কর্মসূচির ঘোষণা করেন আজ, বৃহস্পতিবার।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

আগামী সোমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতা জানান, “আমি ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছি। ওইদিন বেলা ১ টায় থাকছে পাবলিক ডিস্ট্রিবিউটউশন অনুষ্ঠান। ওই সভা থেকেই মোট ২০ হাজার মানুষের হাতে পরিষেবা তুলে দেব।”

আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য বড় সুখবর…! রান্নার তেলের দামে বিরাট পতন! দাম কমল কত? জানুন লেটেস্ট রেট

advertisement

এরপরেই থাকছে ১লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ২৬ পূর্ণ হয়ে ২৭ এ পা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ওই দিন প্রতি বছরের মতোই থাকবে রক্তদান শিবির। তৃণমূল সুপ্রিমো এই প্রসঙ্গে জানান মা মাটি মানুষের নামেই উদযাপন করা হবে দিনটি। এরপর ২রা জানুয়ারি রয়েছে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। জেলা স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক সারবেন নেত্রী।

advertisement

আরও পড়ুন: ১টি ‘রসগোল্লায়’ কত ‘ক্যালরি’ থাকে বলুন তো…? চমকে দেবে ‘উত্তর’, গ্যারান্টি!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপর আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগর যাচ্ছেন মমতা। তাঁর গঙ্গাসাগর সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “প্রথমে ভারত সেবাশ্রম সংঘে যাব। তারপর কপিল মুনির আশ্রমে যাব। ৮ তারিখে মিলেনিয়াম পার্কে একটা মেলা হয় সেখানে যাব। ওখানে একটা ই ভেসেল তৈরি হয়েছে। ওটাও সেদিন উদ্বোধন হবে। এছাড়া আইটিসি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব করছে। ওরা অনুরোধ জানিয়েছে। আমি সময় বের করতে পারছি না।” এছাড়া জানুয়ারিতে থাকছে বেঙ্গল বিজনেস সামিট। হবে ৫ ও ৬ তারিখে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মমতা! হাজার হাজার মানুষের জন্য দিলেন বড় সুখবর, বছরশেষে মুখে ফুটবে হাসি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল