মুখ্যমন্ত্রী নাম না করে বিজেপিকে আক্রমণ করে বলেন, “আমরা দেখছি, ভারতের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মনীষীদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী হোক, নেতাজি হোক, বাবাসাহেব আম্বেদকর হোক, একটা অসহিষ্ণুতা, তাদের প্রতি অসম্মান, আমাদের অস্মিতাকে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে। বাংলার মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, দিল্লি চলো। সেই দিল্লি এখন সারাক্ষণ চক্রান্ত করে। প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে, কী একটা নীতি আয়োগ না করেছে, খায় না মাথায় দেয় কেউ জানে না”।
advertisement
আরও পড়ুন: ২৪ জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ! CEO-কে নির্দেশ কমিশনের
কেন্দ্রে সরকার পরিবর্তন হলেও নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন জাতীয় ছুটি না ঘোষণা হওয়া নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “নেতাজির জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা হল না। তিনি দেশ ছেড়ে বেরোলেন, আর ফিরলেন না। তার জন্মদিন আমরা বলতে পারি, মৃত্যুদিন বলতে পারি না”।
আরও পড়ুন: নিরাপত্তার জন্য লিভ-ইনে থাকা মহিলাদের স্ত্রীর মর্যাদা দেওয়া উচিত: মাদ্রাজ হাই কোর্ট
এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন “কোথায় গেল যারা ফাঁসির মঞ্চে জীবন দিয়ে গেলেন, বাংলা সবথেকে বেশি দিয়েছে। নির্বাচনের সময় দুটো বাংলা কথা টেলি প্রমটার এ লিখে এনে, বঙ্কিমদা? এত মানুষ মারা যাচ্ছে, এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। কেনো মামলা হবে না? আমি ইংরাজিতে মমতা ব্যানার্জি লিখি, বাংলায় বন্দ্যোপাধ্যায় লিখি। এতটুকু যারা জানেনা, তাদের ধিক্কার জানাই”।
