Live-in relationship: লিভ-ইন সম্পর্কে থাকা মহিলাদের স্ত্রীর মর্যাদা দেওয়া উচিত, নারীদের নিরাপত্তার প্রসঙ্গে মত মাদ্রাজ হাই কোর্টের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Live-in relationship: মাদ্রাজ হাই কোর্ট লিভ-ইন সম্পর্কে থাকা মহিলাদের স্ত্রীর আইনি মর্যাদা দেওয়ার পক্ষে মত দিয়েছে, যাতে সেই মহিলাদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত হয়।
চেন্নাই: মাদ্রাজ হাই কোর্ট লিভ-ইন সম্পর্কে থাকা মহিলাদের স্ত্রীর আইনি মর্যাদা দেওয়ার পক্ষে মত দিয়েছে, যাতে সেই মহিলাদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত হয়। অনেক ক্ষেত্রেই ঘনিষ্ঠ সম্পর্ক ভেঙে যায় এবং বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়, সেই সব ঘটনায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাদের আইনি মর্যাদা দেওয়া উচিত।
মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সংক্রান্ত এক ব্যক্তির আগাম জামিনের মামলায় এই মন্তব্য করেছে। যেখানে একজন পুরুষের আগাম জামিনের আবেদন শোনা হচ্ছিল। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক মহিলার সঙ্গে বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হন, পরে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন। আদালত অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দেয় এবং এই ধরনের সম্পর্কে মহিলারা যে বিপাকে পড়েন, তা উল্লেখ করেছে।
advertisement
advertisement
বিচারপতি শ্রীমতি বলেন, “লিভ-ইন সম্পর্ককে গান্ধর্ব বিবাহের মতোই দেখা উচিত, এবং এই সম্পর্কে থাকা মহিলাদের স্ত্রীর মতোই সুরক্ষা দেওয়া উচিত।” বিচারপতি জানান, বিচারব্যবস্থার দায়িত্ব, এই ধরনের সামাজিক পরিবর্তনের সময় যেসব মহিলারা আইনি সুরক্ষা পান না, তাদের রক্ষা করা।
advertisement
এই মামলায় গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৯ নং ধারা, যেখানে প্রতারণার মাধ্যমে, যেমন মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, যৌন সম্পর্ক স্থাপন করলে তা অপরাধ বলে গণ্য হয় এবং সাজা ও জরিমানার বিধান আছে। আদালত জানায়, যদি কেউ বিয়ের প্রতিশ্রুতিতে লিভ-ইন সম্পর্কে যায় এবং পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে এই ধারা প্রযোজ্য হতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 6:27 PM IST











