২৪ জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে! সিইওকে নির্দেশ দিল কমিশন
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
২৪ জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে, এবার রাজ্য নির্বাচন কমিশনের সিইওকে নির্দেশ দিল কমিশন। এসআইআর নিয়ে একাধিক দাবিতে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন।
নয়াদিল্লি: ২৪ জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে, এবার রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিল কমিশন। এসআইআর নিয়ে একাধিক দাবিতে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন।
১৯ জানুয়ারি, অর্থাৎ সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছিল, নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। এবার কবে সেই তালিকা প্রকাশ করতে হবে, তার দিনক্ষণও জানিয়ে দেওয়া হল।
advertisement
advertisement
শীর্ষ আদালতের নির্দেশ পেয়ে দ্রুত সেই নির্দেশ ডিজি এবং রাজ্যের মুখ্যসচিবকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ শনিবারের মধ্যে রাজ্যের গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে লজিক্যাল ডিসক্রিপ্যান্সি বা তথ্যগত অসঙ্গতিপূর্ণ ভোটারের তালিকা টাঙিয়ে দিতে হবে নির্বাচন কমিশনকে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টর নির্দেশর জেরে আরও পিছিয়ে যাচ্ছে এসআইআর প্রক্রিয়া। ফলে শুনানি প্রক্রিয়া থেকে শুরু করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণও পিছোবে বলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর ৷ যদিও শুনানি প্রক্রিয়া কতদিন পিছোবে অথবা কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তা নির্দিষ্ট করে জানায়নি কমিশন৷
advertisement
গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সির তালিকা প্রকাশের পর ভোটারদের নথি জমা দেওয়ার জন্য দশ দিন সময় দিতে হবে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোটারদের থেকে নেওয়া নথির প্রাপ্তি স্বীকারও করতে হবে।
সেক্ষেত্রে এখনও পর্যন্ত যে ভোটারদের শুনানির নোটিস জারি করা হয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের গাইড লাইন জারি না হওয়া পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর তাঁদের নিয়েও কোনও নির্দেশিকা কার্যকর করতে পারছে না। সেক্ষেত্রে যদি কেউ না আসতে চান শুনানিতে কমিশনের গাইডলাইন জারি হবার পর ফের তারা সময় পাবেন শুনানিতে আসার জন্য, এমনই জানা গিয়েছে সিইও দফতর সূত্রে৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 9:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
২৪ জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে! সিইওকে নির্দেশ দিল কমিশন










