Bangladesh in T20 World Cup 2026: ভারতে না খেললে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, সুযোগ পাবে অন্য দেশ! ICC-র সভায় ভোটাভুটিতে চরম সিদ্ধান্ত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh in T20 World Cup 2026: ভারতেই টি২০ বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, শ্রীলঙ্কাতে হবে না বাংলাদেশের ম্যাচগুলি, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল আইসিসি। শুধু তাই নয়। এবার বাংলাদেশ ভারতে খেলতে আসবে কি না জানিয়ে দিতে হবে এক দিনের মধ্যে।
advertisement
advertisement
advertisement
advertisement
এই সিদ্ধান্ত নিয়ে ICC-র একজন মুখপাত্র বলেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে ICC আর BCB-র মধ্যে টানা আর গঠনমূলক আলোচনা হয়েছে, যাতে Bangladesh টুর্নামেন্টে অংশ নিতে পারে। এই সময় ICC স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, প্রতিটি ভেন্যুর নিরাপত্তা পরিকল্পনা আর আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আশ্বাসসহ বিস্তারিত তথ্য দিয়েছে, আর সবসময়ই দেখা গেছে Bangladesh দলের জন্য India-তে কোনও বিশ্বাসযোগ্য সমস্যা নেই।”
advertisement
আইসিসির ওই মুখপাত্র বলেন, “এত চেষ্টার পরও BCB তাদের অবস্থানে অনড় ছিল, বারবার তাদের বিশ্বকাপে অংশ নেওয়ার সঙ্গে একটি ভিন্ন এবং বিচ্ছিন্ন ঘটনার তুলনা টেনেছে, যেটা তাদের এক ক্রিকেটারের ঘরোয়া লিগে অংশ নেওয়া নিয়ে। এই বিষয়টির সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামো বা অংশগ্রহণের শর্তের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ICC ভালোভাবে কাজ করার, একই মান বজায় রাখার আর বিশ্ব ক্রিকেটের স্বার্থ রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।”







