গঙ্গাসাগর: দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যদিও বহু প্রতীক্ষিত এই সেতুর শিলান্যাস নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর অভিযোগ, নির্বাচনের আগে এই শিলান্যাসকে পুরোপুরি ধাপ্পা বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা৷ তবে, গঙ্গাসাগর সেতুর শিলান্যাস অনুষ্ঠান থেকে এদিন সিপিআইএম, বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
পৌষ সংক্রান্তির আগে গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পৌঁছান মুখ্যমন্ত্রী। মেলা–পরিকাঠামো ও নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। পরে সরকারি অনুষ্ঠানে ২ হাজার ৩২৪ কোটি ৩০ লক্ষ টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।
বাম আমলের প্রসঙ্গ টেনে মমতা এদিন বলেন, ২০১১ সালের আগে পরিকাঠামো ছিল অত্যন্ত খারাপ। তখন বলা হত, লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। সেই সরকারও আর নেই, আর বাংলায় কখনও লোডশেডিংও হবে না। মনে রাখবেন, আমরা ক্ষমতায় এসে এখানকার পরিকাঠামোগত উন্নয়ন করেছি। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে মেলার দিনগুলিতে মন্ত্রীরা থাকেন। নবান্ন থেকেও মনিটরিং করা হয়।
মমতার সংযোজন, দীর্ঘ দিন ধরে চেষ্টা করেও কেউ টাকা দেয় না। গঙ্গাসাগর আন্তর্জাতিক মানের বিশ্ব মেলা। আমরা প্রশাসনের তরফে ১০-১২ জন এর টিম তৈরি করে দিই। আমরা আশা করছি ১ কোটি লোক আসবে। অন্যায় হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম কেটে দিচ্ছে। সাধু – সন্তু দের নাম কেটে দিচ্ছে। মাস্টার যা নির্দেশ দিচ্ছে তাই পালন করা হচ্ছে। এটা ঠিক হচ্ছে না।
