Mamata Banerjee Suvendu Adhikari: মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে ধাপ্পা, দাবি শুভেন্দুর
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
মুখ্যমন্ত্রীর এই শিলান্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যদিও বহু প্রতীক্ষিত এই সেতুর শিলান্যাস নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর অভিযোগ, নির্বাচনের আগে এই শিলান্যাসকে পুরোপুরি ধাপ্পা বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা৷
এ দিন গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা মুখে বলি না কাজে করি৷ এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল৷ গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে আজকে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হল এল অ্যান্ড টি-কে৷ ১৭০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু তৈরি করা হবে৷ আগামী দু তিন বছরের মধ্যেই এই সেতু তৈরি হয়ে যাবে৷ আমরা অনেক বার কেন্দ্রের কাছে অনুরোধ করেছি যাতে গঙ্গাসাগরে একটা সেতু তৈরি করে দেওয়া যায়৷ কেন্দ্র যখন দেয়নি তখন ভিক্ষে চাওয়ার লোক আমরা নই৷’
advertisement
যদিও মুখ্যমন্ত্রীর এই শিলান্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর দাবি, রাজ্য সরকার এই সেতু নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে কোনও অনুমতিই নেয়নি৷ বিরোধী দলনেতার অভিযোগ, মুড়িগঙ্গা উপর দিয়ে যে জায়গায় এই সেতু নির্মাণ করা হবে সেটি জাতীয় জলপথের অধীনে পড়ে৷ তা সত্ত্বেও কেন্দ্রের থেকে সেতু নির্মাণের জন্য কোনও অনুমতি অথবা যোগাযোগই করেনি রাজ্য৷
advertisement
advertisement
শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে কথা বলেছি৷ জাতীয় জলপথের উপরে রাজ্য সরকার এই সেতু নির্মাণ করার জন্য কোনও এনওসি চায়নি৷ সেতুর অ্যাপ্রোচ রোডের জন্য কোনও জমি অধিগ্রহণ হয়নি৷ ভূমি পরীক্ষা হয়নি৷ টেন্ডারের বিজ্ঞপ্তি কোনও সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি৷ দেউচা পাচামিতে এক লক্ষ লোকের চাকরি, তাজপুরের সমুদ্র বন্দরের মতো ভোটের আগে এটাও একটা ধাপ্পা৷’
advertisement
যদিও শুভেন্দুর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁর জবাব, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক সূচনা করেছেন, বিজেপি বাংলা বিরোধী, জনবিরোধী দৃষ্টিভঙ্গিতে সহ্য করতে পারছে না৷ তাই এর অনুমতি নেই, ওর অনুমতি নেই এসব বলছে৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 5:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee Suvendu Adhikari: মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে ধাপ্পা, দাবি শুভেন্দুর









