
শনিবারই রাজ্য কলকাতা পুলিশে কমিশনার পদে দায়িত্ব নিলেন আইপিএস সুপ্রতিম সরকার৷ দায়িত্ব নিয়েই কলকাতা পুলিশের সমস্ত ওসিকে নিয়ে মিটিং করলেন সুপ্রতিম সরকার৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিলেন নিরাপত্তা নিয়ে বিশেষ বার্তা৷ সুপ্রতিম জানালেন, ‘‘অভিযোগ দায়ের করার ক্ষেত্রে কোনও রকম বাহানা চলবে না। এটা আমার জুড়িডিকশন বা এক্তিয়ার নয়, অভিযোগ গ্রহণ করলাম না, এহেন কাজ যেন না হয়৷’’ অর্থাৎ কেউ বিপদে পড়ে যে থানাতেই অভিযোগ জানতে এলে তাকে ফেরানো যাবে না। অভিযোগ গ্রহণ করতে হবে।জিরো এফআইআরের কথা স্মরণ করিয়ে দিয়েছেন পুশিল কমিশনার৷