TRENDING:

Madhyamik Student: মাধ্যমিকে কম নম্বর পেয়ে ভয়ানক কাণ্ড কিশোরীর! মুক্তিপণ বাবদ এক কোটির দাবি, তোলপাড় বাংলা

Last Updated:

Madhyamik Student: তরুণীর মোবাইল ফোন থেকে তার বাবার ফোনে মেসেজ আসতে শুরু করে। তাতে দাবি করা হয়, দুই কন্যাকে মুক্তিপণ বাবদ হিসাবে এক কোটি টাকা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পেয়ে ভয়ানক কাণ্ড ঘটাল বাঁশদ্রোনী এলাকার এক ছাত্রী। সঙ্গী করল নিজের ছোট বোনকে। বাড়ির কাছে সাইবার ক্যাফেতে তার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানবার জন্য ছোট বোনের হাত ধরে বের হয়। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি ফেরে না।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বেলা ১১:৩০ থেকে ১২টা পর্যন্ত অপেক্ষা করে তার বাবা-মা বাঁশদ্রোণী থানার দ্বারস্থ হন। একটি নিখোঁজের ডাইরিও করেন। ছাত্রী এবং তার বোন নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরে বাঁশদ্রোনী থানার পুলিশ তৎপর হয়ে ওঠে। পুলিশ জানতে পারে, সকালে তার বোনকে নিয়ে বাড়ি থেকে স্কুটিতে চেপে বেরিয়েছিল সেই কিশোরী। পুলিশ তদন্তে নেমে বাঁশদ্রোনী কাছে মেট্রো রেল স্টেশনের পাশেই সেই স্কুটি খুঁজে পায়।

advertisement

West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক

Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023

আরও পড়ুন: অভিষেককে CBI তলব! মমতা বললেন, ‘ওঁর নব জোয়ার যাত্রা নিয়ে গাত্রদাহ হচ্ছে অনেকের’

advertisement

এর পরে তরুণীর মোবাইল ফোন থেকে তার বাবার ফোনে মেসেজ আসতে শুরু করে। তাতে দাবি করা হয়, দুই কন্যাকে মুক্তিপণ বাবদ হিসাবে এক কোটি টাকা দিতে হবে। এবং সেই মুক্তিপণের টাকা নিয়ে যেতে হবে দক্ষিণ ২৪ পরগনার নেপালগঞ্জে। পুলিশ মোবাইলের সার্ভারের সূত্র ধরে জানতে পারে, ওই তরুণী তার নাবালিকা বোনকে নিয়ে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। তৎক্ষণাৎ বাঁশদ্রোনী থানার পুলিশের পক্ষ থেকে রেল পুলিশ এবং কৃষ্ণনগর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মেয়েদের ছবিও পাঠিয়ে দেয়।

advertisement

অবশেষে বিকেল সাড়ে চারটে নাগাদ কৃষ্ণনগরের ডিভাইন নার্সিংহোমের সামনে মেয়ে দু’টিকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। কলকাতা পুলিশের পাঠানো ছবি দেখে সনাক্ত করে কৃষ্ণনগর পুলিশ। তাদের আপাতত কৃষ্ণনগর থানাতে রাখা হয়েছে। বাঁশদ্রোণী থেকে একটি দল তাদের ফিরিয়ে আনার জন্য সেখানে পৌঁছেছে।

advertisement

আরও পড়়ুন: ধেয়ে আসছে ভয়ানক দুর্যোগ! ক’দিনেই বাংলা জুড়ে প্রবল ঝড়বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানা গিয়েছে, সে পরীক্ষা দিয়ে বাড়িতে বলেছিল তিনটি বিষয়ে লেটার পাবে। কিন্তু ৩১ শতাংশ নম্বর পেয়ে পাস করার ফলে মেয়েটি লজ্জায় পালিয়ে যায় এবং মুক্তিপণের নাটক করে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik Student: মাধ্যমিকে কম নম্বর পেয়ে ভয়ানক কাণ্ড কিশোরীর! মুক্তিপণ বাবদ এক কোটির দাবি, তোলপাড় বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল