বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই শিরোনামে থেকেছেন মদন মিত্র। এবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাশে দাঁড়িয়ে কার্যত তাঁকেই সমর্থন করলেন তৃণমূল বিধায়ক। কড়া ভাষায় বিজেপিকে বিঁধলেন। দিলেন, বিজেপি নেতাদের পিঠে তাল পড়ার হুঁশিয়ারিও।
advertisement
আরও পড়ুন : 'যতক্ষণ না...,' কেন সরবেন না 'অসৌজন্যমূলক' মন্তব্য থেকে! সাফ জানিয়ে দিলেন সৌগত
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে সরাসরি ‘পাগল’ বলে আক্রমণ করেন মদন মিত্র। তাঁর কথায়, “বিজেপিতে একটা পাগল আছে, পাগলা মানে দিলীপ। দিলীপ ঘোষ বলেছেন পঞ্চায়েত ভোটের আগেই নাকি তৃণমূলের সরকার পড়ে যাবে। সৌগত রায়ের সঙ্গে আমি একমত।আপনাদের মারতে বলছি না, তবে সবে জন্মাষ্টমী গিয়েছে। এখনও বহু তাল গাছে রয়েছে। কখন যে দিলীপ ঘোষদের মতো এই সব কথায় আর একটু ঝড় হলেই, এই তালগুলো বিজেপির পিঠে পড়বে, সেটা তিন তাল না এক তাল না সোমে, তাল না বেতাল সেটা আমি জানি না। আমরা নিশ্চয়ই মারব না। তবে তাল পড়বেই। কারণ তাল পেকে গিয়েছে এবং জন্মাষ্টমীতে সব তাল খরচ হয়নি।”
আরও পড়ুন : তৃণমূলে আসতে চেয়েছিলেন দিলীপ ঘোষ! বিস্ফোরক সৌগত রায়, আরও যা যা বললেন... তোলপাড় বিজেপি!
একের পর এক বিতর্কিত মন্তব্যে সবসময়ই শিরোনামে মদন মিত্র। সূত্রের খবর, এমনকি তাঁর এহেন মন্তব্যের জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব বারবার বিভিন্ন ইস্যুতে কথা বলার ক্ষেত্রে তাঁকে এর আগেও সতর্ক করেছে। তা সত্ত্বেও বারবারই মদন মিত্রের কথায় বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সৌগত রায়কে সমর্থন করে কামারহাটির তৃণমূল বিধায়কের ‘তাল পড়া’র মন্তব্যে নতুন করে উঠল বিতর্কের ঝড়।
আরও পড়ুন : ১৬ বছর ধরে প্রতি শুক্রবার ‘বিয়ের কনে’ সাজেন এই নারী! কারণ জানলে চমকে যাবেন!
প্রসঙ্গত, শুক্রবারই দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জলপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌগত রায়। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন আপত্তি নেই। ভুল করে একথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। মমতা দুর্নীতির রানি এসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে মাথার ঠিক থাকে না। কী করবে বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলকে বলে যাচ্ছি এই দু’টি কথা ভুলেও বলবেন না।”