Viral || Heera Zeeshan: ১৬ বছর ধরে প্রতি শুক্রবার ‘বিয়ের কনে’ সাজেন এই নারী! কারণ জানলে চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
পৃথিবীতে কতরকমের যে মানুষ, আর তাঁদের কত বিচিত্র জীবন তার কোনও ইয়ত্তা নেই। এমনই এক ভিন্ন ঘটনার খোঁজ মিলেছে এবার সোশ্যাল মিডিয়ার হাত ধরে।
advertisement
advertisement
কিন্তু কেন, এমন অদ্ভূত কাণ্ড নিয়মিত ঘটাচ্ছেন ওই নারী? উত্তরে হিরা বলেন, তার মা তখন অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মায়ের শরীরের অবস্থার দিন দিন অবনতি হচ্ছিল। তখন তার মা বলেন তিনি চান মৃত্যুর আগে হিরার বিয়ে দিতে! হিরার মাকে সেই সময়ে এক ব্যক্তি রক্ত দিয়েছিলেন। সেই রক্তদাতার সঙ্গেই হিরার বিয়ে ঠিক হয়। মায়ের শান্তির জন্য সুখের জন্য হিরা তাকে বিয়ে করতে সম্মত হন।
advertisement
advertisement
হিরা আরও জানান, তার বিয়ের কিছু দিন পরেই হাসপাতালেই তার মা মারা গেলেন। এই আচমকা মাতৃ বিয়োগে তিনি খুবই বিষণ্ণ হয়ে পড়লেন। মায়ের স্মৃতি তাকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু সেখানেই শেষ নয়। স্বজন বিয়োগের আঘাত ফের নেমে আসে তাঁর জীবনে। বিয়ের পরে হিরার সন্তানও মারা যায়। হিরা আরও বিমর্ষ হয়ে পড়েন। হতাশা গ্রাস করে তাকে। এই বিষাদ থেকে বেরিয়ে আসতেই তিনি প্রতি শুক্রবার কনের সাজে সাজবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
advertisement
advertisement