Sougata Roy Dilip Ghosh: তৃণমূলে আসতে চেয়েছিলেন দিলীপ ঘোষ! বিস্ফোরক সৌগত রায়, আরও যা যা বললেন... তোলপাড় বিজেপি!

Last Updated:

Sougata Roy Dilip Ghosh: তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন দিলীপ ঘোষ, তৃণমূলই কোনও আগ্রহ দেখায়নি, কারণ যোগ্যতা নেই দিলীপ ঘোষের", এমনই চাঞ্চল্যকর দাবি তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

দিলীপ ঘোষকে নিয়ে বিস্ফোরক সৌগত রায়
দিলীপ ঘোষকে নিয়ে বিস্ফোরক সৌগত রায়
#কলকাতা: "বিধানসভা ভোটের আগে ও ভোটের পরে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন দিলীপ ঘোষ, তৃণমূলই কোনও আগ্রহ দেখায়নি, কারণ যোগ্যতা নেই দিলীপ ঘোষের", এমনই চাঞ্চল্যকর দাবি তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দিলীপ ঘোষ ও সৌগত রায়ের রাজনৈতিক তরজায় ইতিমধ্যেই তুমুল শোরগোল পড়েছে রাজনৈতিক ময়দানে।
দুর্গাপুরে চা চক্রে দিলীপ ঘোষ সৌগত রায় প্রসঙ্গে মন্তব্য করেন, "পেছনে কুকুর ঘেউ ঘেউ করলে পড়ে যাবে, সে আবার ডায়লগ মারছে, 'পিঠের ছাল তুলে জুতো বানাবে', আপনি সাবধান থাকুন, পিঠের ছাল ও কোমরের কাপড় কিছুই থাকবে না কিছুদিন পরে, এরপরে কি ওনাকে ফুল দিয়ে পুজো করব, আপনাকে জুতো পেটা করা উচিত।"
advertisement
advertisement
তিনি আরও বলেন, “একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক যদি এই কথা বলেন সেক্ষেত্রে শিক্ষাব্যবস্থার অবস্থা নিশ্চই বুঝতে পারছেন! আমরা আমাদের রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে একসময় গর্ব করতাম। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখানকারই বাংলামাধ্যম স্কুলে পড়াশোনা করেছিলাম। আর এখন রাজ্যের অধ্যাপক সৌগত বাবুর মতো লোকজন এবং শিক্ষামন্ত্রী পার্থবাবুর মতো লোকজন। আর কত নীচে নামবেন!”
advertisement
দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে এদিন সৌগত রায় বলেন, "দিলীপ ঘোষের কথার উত্তর দেব না। দিলীপ ঘোষের কোনও যোগ্যতা নেই। ক্লাস এইট পাশ। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছিল। তৃণমূলে আসতে চেয়েছিল। দলে কোণঠাসা দিলীপ ঘোষ। ভোটের পরেও যোগাযোগ করেছিল তৃণমূলে আসবে বলে। তৃণমূল কংগ্রেসই আগ্রহ দেখায়নি ওকে দলে নেওয়ার বিষয়ে৷ কারণ ওর কোনও যোগ্যতা নেই।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sougata Roy Dilip Ghosh: তৃণমূলে আসতে চেয়েছিলেন দিলীপ ঘোষ! বিস্ফোরক সৌগত রায়, আরও যা যা বললেন... তোলপাড় বিজেপি!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement