১০ বছর ধরে চাকরি করলেও কেউ চেনেনই না! বিস্ফোরক দাবি সুকন্যার সহকর্মীদের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sukanya Mondal is completely unknown to her school colleagues: বিস্ফোরক দাবি করেছেন সুকন্যা যে স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন, সেই স্কুলের অন্যান্য শিক্ষিক-শিক্ষিকারা। তাঁদের দাবি, সুকন্যা কে তাঁরা চিনতেন না।
#বোলপুর: একের অর এক চাঞ্চল্যকর অভিযোগ বীরভূমের বাহুবলী অনুব্রত মণ্ডলের একমাত্র মেয়ে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে। কী ভাবে সুকন্যা চাকরি পেলেন, তা নিয়ে যখন রাজ্যে তোলপাড় চলছে, ঠিক সেই সময়েই বিস্ফোরক দাবি করেছেন সুকন্যা যে স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন, সেই স্কুলের অন্যান্য শিক্ষিক-শিক্ষিকারা। তাঁদের দাবি, সুকন্যা কে তাঁরা চিনতেন না। কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুকন্যাকে কেউ কখনও দেখেননি।
খাতায়-কলমে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষক থাকলেও, আসেন মাত্র ৪ জন। ২ জন কখনও স্কুলেই আসতেন না, এমনই দাবি।সুকন্যা ২০১২ সালে শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন। চাকরিতে নিযুক্ত হওয়ার বছরে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল টেট উত্তীর্ণ হতে পারেননি বলেই অভিযোগ। কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল এবং পিএ অর্ক দত্ত খাতায় কলমে শিক্ষক হিসেবে নিয়ুক্ত। অথচ স্কুলের কেউ সুকন্যাকে দেখেননি কখনও। পরিচয়ও নেই কারও সঙ্গে।
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতায় ৩০টি জায়গায় আয়কর হানা! শহরজুড়ে তুমুল তল্লাশিতে দেড়শো আধিকারিক
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি, বীরভূমে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় থেকে মাস গেলে সুকন্যা কাছে পৌঁছে দেওয়া হত হাজিরার খাতা। সেখানে সই করেই মাস মাহিনা পেতেন স্কুলে না এসেই। ওয়াকিবহল মহলের প্রশ্ন, এমন ঘটনা বছরের পর বছর ধরে চলতে থাকলেও দিকেন কোনও পদক্ষেপ নেননি প্রধান শিক্ষিকা তনুশ্রী মণ্ডল ঘোষ। উল্লেখ্য, কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে মোট ছ'জন শিক্ষক। তাঁদের মধ্যেব দু'জন জন পুরুষ অর্ক দত্তকে ধরলে এবং সুকন্যাকে ধরলে চারজন মহিলা। কিন্তু খাতায় কলমে আসেন মোট চারজন।
advertisement
প্রসঙ্গত, এক মামলাকারী কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল এবং আত্মীয় আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন টেট পরীক্ষা পাশ না করেই চাকরিতে যুক্ত হওয়ার অভিযোগে। এরপরে কলকাতা হাইকোর্ট আজ বৃহস্পতিবার সুকন্যা-সহ আরও কয়েকজনকে ডেকে পাঠায়। সুকন্যা হাজিরা দিতে হাইকোর্টে পৌঁছেছেন ইতিমধ্যেই।
Arpita Hazra
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
August 18, 2022 2:09 PM IST