Bikash Ranjan Bhattacharya: 'মনে রাখবেন, হাতে সময় ৭ দিন...', এবার 'বিস্ফোরক' বিকাশ! নিশানায় খোদ তৃণমূল সুপ্রিমো!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bikash Ranjan Bhattacharya: 'রিপোর্ট পেলেই রসগোল্লা'! এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফেসবুক পেজে আরও কড়া নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেড়মাস পরে দ্বিগুন সরব বিকাশ। ৭ দিনের মধ্যে স্বাস্থ্য দফতরের সব নিয়োগ ফাইল CBI কাছে পাঠানোর ডেডলাইন বিকাশের।
#কলকাতা: স্বাস্থ্য দফতরের দুর্নীতি শিক্ষায় নিয়োগ দফতরের দুর্নীতির থেকেও বেশি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। খোদ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন রবিবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ৭ দিনের মধ্যে স্বাস্থ্য দফতরের সব নিয়োগ ফাইল CBI কাছে পাঠানোর ডেডলাইন বিকাশের।
জন্ম শংসাপত্র সংক্রান্ত ফাইলও সিবিআই-এর কাছে পাঠানোর চ্যালেঞ্জ জানালেন প্রবীণ আইনজ্ঞ। বিকাশের বিস্ফোরক অভিযোগ তাঁর সোশ্যাল পেজে৷ রবিবার এই অভিযোগ এনেছেন তিনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেসবুক পেজে লিখেছেন সরাসরি তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ ছুড়ে। তিনি লেখেন, "প্রিয় তৃণমূল নেত্রী,২১শে জুলাইয়ের উৎসব মঞ্চ থেকে আপনি বামআমলের মেয়র বিকাশরঞ্জনকে জন্মশংসাপত্র সম্পর্কিত ফাইল খোলার হুমকি দিয়েছিলেন! উনি চেয়েছিলেন আপনি ওই বিষয়ে তদন্ত করে রিপোর্ট প্রকাশ করুন। আপনার রিপোর্ট পেলে উনি রসগোল্লা খাওয়াবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি রিপোর্ট প্রকাশ করতে পারলেন না। যদিও আবার ওই অভিযোগ করলেন। এটা আপনার স্বভাবজাত কাজ। একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিচ্ছি। জন্মপত্রের ফাইল ও আপনার স্বাস্হ্য দফতরের নিয়োগ সংক্রান্ত সমস্ত ফাইল সিবিআই দফতরে পাঠিয়ে সততার প্রমাণ দিন। আগামী সাত দিনের মধ্যে যদি ওই সব ফাইল তদন্তের স্বার্থে সিবিআই দফতরে না পাঠান তবে ধরে নেব স্বাস্হ্য দফতরের নিয়োগ দুর্নীতির গভীরতা স্কুল নিয়োগের থেকেও অনেক বেশী।
advertisement
আরও পড়ুন : বদলে গেল 'প্রোফাইল'! রেড রোডের শোভাযাত্রার পরেই সোশ্যাল মিডিয়ায় 'বড়' বার্তা মুখ্যমন্ত্রীর
advertisement
এখানেই শেষ নয়, কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজনীতিবিদ আইনজীবী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, "বিকাশরঞ্জনের বিরুদ্ধে কুৎসা করছেন। মনে রাখবেন হাতে সময় সাত দিন।"
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে আইনি লড়াই করে আসছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ, প্রাথমিক, উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় তাঁর আইনি যুক্তির সামনে নাস্তানাবুদ হতে হয়েছে কখনও স্কুল সার্ভিস কমিশন কখনও প্রাথমিক শিক্ষা পর্ষদকে। একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে এহেন দুঁদে সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অতীত স্মরণ করিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর অভিযোগ ছিল, বাম আমলে মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সময় জন্ম শংসাপত্র সংক্রান্ত দুর্নীতি চলে। একুশের জুলাইয়ের প্রায় দেড় মাস পর এবার মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
September 04, 2022 2:59 PM IST