Mamata Banerjee: বদলে গেল 'প্রোফাইল'! রেড রোডের শোভাযাত্রার পরেই সোশ্যাল মিডিয়ায় 'বড়' বার্তা মুখ্যমন্ত্রীর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: রেড রোডের অনুষ্ঠান মঞ্চ হোক বা জোড়াসাঁকোতে মিছিল শুরুর সময়, বারবারই মমতা ধন্যবাদ দিয়েছেন UNESCO'কে। ইউনেস্কোর প্রতিনিধি দলের সকলকে নিজে হাতে সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
#কলকাতা : ট্যুইটারে নিজের প্রোফাইল পিকচার বদলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। UNESCO -র স্বীকৃতি নিয়ে বিরোধীরা যখন তীব্র আক্রমণ শানিয়ে যাচ্ছে তাঁকে। তখন UNESCO কে ধন্যবাদ জানিয়ে তাঁর এই প্রোফাইল পিকচার বদল নজর কেড়েছে সকলের৷ ওয়াকিবহাল মহলের মতে, এতেই বাকিদের উদ্দেশ্য তার বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে।
নয়া প্রোফাইল পিকচারে লেখা আছে, "আমরা গর্বিত+দেশ গর্বিত, বিশ্ব গর্বিত" একই সাথে লেখা আছে Thank You UNESCO...
#NewProfilePic pic.twitter.com/wZaFXLOUQa
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2022
advertisement
এদিন রেড রোডের অনুষ্ঠান মঞ্চ হোক বা জোড়াসাঁকোতে মিছিল শুরুর সময়, বারবারই মমতা ধন্যবাদ দিয়েছেন UNESCO'কে। ইউনেস্কোর প্রতিনিধি দলের সকলকে নিজে হাতে সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর ফের তার ট্যুইটারের প্রোফাইল পিকচারে বদল বুঝিয়ে দিয়েছে, আগামী দিনে পুজোকে কেন্দ্র করে রাজ্য বড়সড় ভাবনা চিন্তা করেছে। এরই মধ্যে UNESCO স্বীকৃতি রাজ্যকে গর্বিত করেছে।
advertisement
এদিনের মঞ্চ থেকে দুর্গোৎসবের 'সর্বাঙ্গীন' ঐতিহ্যই বার বার তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "ধর্ম যার যার, উৎসব সবার। পুজোর মহামিছিলের পর রেড রোডের মঞ্চ থেকে ফের একবার এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “মানবতাই সব থেকে বড় শক্তি। তাই মানবতার সঙ্গে কোনও আপস নয়।”
advertisement
বিশ্ব দরবারে অন্যতম সেরা উৎসবের স্বীকৃতি আদায় করে নিয়েছে বাংলার দুর্গাপুজো। ঢুকে পড়েছে ইউনেস্কোর 'ঐতিহ্য' তালিকায়। সেই কারণেই ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আজ ১ সেপ্টেম্বর মহামিছিলের কথা আগেই ঘোষণা করেন মমতা। সেই মতো এদিন বেলা ২ টোয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে শুরু হয় পুজো মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন তার নেতৃত্বে। মিছিল এসে শেষ হয় রেড রোডে।
advertisement
অনুষ্ঠান মঞ্চে ছিলেন ইউনেস্কোর প্রতিনিধি, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, অধ্যাপিকা তপতী গুহঠাকুরতা-সহ বিশিষ্টজনেরা। ওই মঞ্চে ইউনেস্কোকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী নিজে। প্রতিনিধিদের হাতে তুলে দেন একাধিক দুর্গামূতি। এরপরেই সোশ্যাল মিডিয়াতেও বিশ্বের গর্বের তালিকায় বাঙালির সংযোজনের 'ঘোষণা' করে কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। বার্তা দেন বিরোধীদের সমালোচনারও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 9:29 PM IST