SSC || Abhijit Ganguli: SSC নিয়ে হঠাৎ 'আবেগঘন' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! করলেন পর্ষদের নয়া কমিটির প্রশংসাও...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
SSC || Abhijit Ganguli: প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীদের উপস্থিতিতে আবেগঘন শোনায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
#কলকাতা: শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র একের পর এক অভিযোগ সরিয়ে স্বচ্ছতা আনতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। ১১ সদস্যের অ্যাড হক কমিটি তৈরি করা হয়েছে। ওই কমিটিতে রয়েছেন লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, ভাষা শিক্ষিকা স্বাতী গুহ, উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান কৌশিকি দাশগুপ্ত, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার এবং অধ্যাপক রঞ্জন চক্রবর্তীর মতো বিশিষ্টজনেরা। এবার এই কমিটির প্রশংসা শোনা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেও।
প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বোর্ড কমিটির প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, "এই নতুন কমিটিতে অনেক যোগ্য মানুষ আছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদারের মতন মানুষ রয়েছেন কমিটিতে। নতুন চেয়ারম্যানের গ্রিভান্স সেল তৈরি খুব ভাল পদক্ষেপ। আশা করি এই নতুন কমিটির মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজ ভালো হবে।"
advertisement
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীদের উপস্থিতিতে আবেগঘন শোনায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "এসএসসি অফিসের আনাচ কানাচে আমার চেনা। প্রত্যেকটা ঘর, তলা সব চেনা। আমার আক্ষেপ হয় এই অফিসে আমাকে নির্দেশ দিয়ে CRPF ঢোকাতে হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠাতেই CRPF নির্দেশ দিতে বাধ্য হয়েছি। অনেক ভাল ভাল মানুষ কাজ করেছেন কমিশনে। ব্যক্তিত্ব সিস্টেম মজবুত করতে বড় ভূমিকা নেয় স্কুল সার্ভিস কমিশন। তিনি বলেন, "একসময় আইনজীবী হিসেবে কাজ করেছি। আমরা একটা সিস্টেমে এনেছিলাম কমিশনকে। সেই এসএসসি নিয়ে এখন দুর্নীতির অভিযোগ ওঠে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 7:11 PM IST