কলকাতা: শেষ দফার ভোট। রাজনৈতিক মহল বলছে, এই পর্বই এবারের ভোটের সব থেকে হাইভোল্টেজ। সপ্তম দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট। মোট ৯টি আসনে ভোটগ্রহণ হবে ১লা জুন।
লোকসভা নির্বাচনের সপ্তম দফায় দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট রয়েছে। ১লা জুন ভাগ্যপরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উত্তর প্রদেশের হেভিওয়েট কেন্দ্র বারাণসীতে তিনি পদ্ম প্রার্থী। হিমাচল প্রদেশের মাণ্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতেরও ভাগ্যপরীক্ষা এদিন। বাংলার কথা ধরলে ডায়মন্ড হারবারের দিকেও নজর থাকলে সকলের। কারণ সেখানে তৃণমূলের প্রার্থী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নজর থাকবে দমদমেও। সেখানে তৃণমূল প্রার্থী তথা সাংসদ সৌগত রায়। এই আসনে লড়াই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের। বাংলার নজর থাকবে বসিরহাটের দিকেও।
বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর এবারের ভোট শান্তিপূর্ণ। তবে শেষ দফায় কী হয়, তার দিকেই নজর বাংলার। বাংলা ছাড়াও বিহারের ৮টি, হিমাচল প্রদেশের চারটি, ঝড়খণ্ডের তিনটি, ওড়িশার ৬টি আসনে, পঞ্জাবের ১৩টি, উত্তর প্রদেশের ১৩টি, চণ্ডীগড়ের একটি আসনে ভোট রয়েছে ১লা জুন।