TRENDING:

Justice Abhijit Ganguly: সরকারি চাকরি গেল, কিস্তিতে ফেরাতে হবে বেতন! ১৯১১ জনকে হেফাজতে নেবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

Last Updated:

এই ১৯১১ জন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া কোনও চাকরির পরীক্ষায় বসতে পারবেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুধু চাকরি বাতিল করেই ক্ষান্ত হলেন না। ওএমআর শিটে কারচুপির ফলে যাঁরা চাকরি পেয়েছিলেন, সেই ১৯১১ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-কে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement

এ দিনই এসএসসি গ্রুপ ডি-র ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আজই এই ১৯১১ জনের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি জারি করার জন্য এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: এসএসসি-তে একসঙ্গে ১৯১১ জনের চাকরি বাতিল, যোগ্যদের নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

advertisement

বিচারপতির কড়া নির্দেশ, এই ১৯১১ জন আজ থেকেই তাঁদের কর্মস্থল অর্থাৎ সংশ্লিষ্ট স্কুলগুলিতে ঢুকতে পারবেন নাস স্কুলের কোনও কিছু স্পর্শও করতে পারবেন না৷ তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ পাশাপাশি যে বেতনের টাকা তাঁরা এতদিন পেয়েছেন, সেই টাকাও কিস্তিতে মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি৷

আরও পড়ুন: 'বেঙ্গল টাইগার...', বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার! শহর ঘুরছে টোটো!

advertisement

এমন কি, এই ১৯১১ জন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া কোনও চাকরির পরীক্ষায় বসতে পারবেন না৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া এই অভিযুক্তদের কারও ক্ষেত্রে কোনও চাকরির পুলিশ ভেরিফিকেশন হবে না৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পাশাপাশি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ কার নির্দেশে সুবীরেশ ভট্টাচার্য এই দুর্নীতিতে জড়িয়েছেন, সেই নাম জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ বিচারপতি বলেন, যদি তিনি নাম না জানান, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে সুবীরেশ ভট্টাচার্য একাই সব দুর্নীতি করেছেন৷ সেক্ষেত্রে সুবিরেশ ভট্টাচার্যের ডক্টরেট, মাস্টার ডিগ্রি সব হাইকোর্ট অস্তিত্বহীন করে দেবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: সরকারি চাকরি গেল, কিস্তিতে ফেরাতে হবে বেতন! ১৯১১ জনকে হেফাজতে নেবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল