Justice Abhijit Ganguly: এসএসসি-তে একসঙ্গে ১৯১১ জনের চাকরি বাতিল, যোগ্যদের নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
- Published by:Debamoy Ghosh
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
কলকাতা: এবার এসএসসি-র গ্রুপ ডি-তে একসঙ্গে ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আজই বিজ্ঞপ্তি দিয়ে এই ১৯১১ জনের চাকরি বাতিলের কথা জানানোর জন্য এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
এ দিন এসএসসি-র পক্ষ থেকে হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়, এসএসসি গ্রুপ ডি-তে মোট ২৮২৩ জনের নম্বর বাড়িয়ে চাকরির সুপারিশ করা হয়েছিল৷ তার মধ্যে ১৯১১ জন এখনও চাকরি করছেন৷ সেই ১৯১১ জনেরই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement
advertisement
বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেওয়ার আগেই এ দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জরুরি শুনানির জন্য আবেদন জানান এই চাকরিপ্রার্থীরা৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷ আগামী সোমবার যথাযথ ভাবে মামলা দায়েরর জন্য চাকরিপ্রার্থীদের পরামর্শ দেয় ডিভিশন বেঞ্চ৷
advertisement
এর আগে ২০২১ সালে এসএসসি গ্রুপ ডি-রই ৬০৭ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ ওই জায়গায় অপেক্ষমান মেধাতালিকা থেকে যোগ্য ও মেধাবীদের চাকরির সুপারিশ দিতে এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তিন সপ্তাহের মধ্যে অপেক্ষমান মেধাতালিকা থেকে যোগ্য ও মেধাবীদের কাউন্সেলিং করে ১৯১১ জনের নাম প্রকাশ করতে এসএসসিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
advertisement
এসএসসি-র গ্রুপ ডি-তে মোট ৩৯৫৬টি শূন্যপদ ছিল৷ তার মধ্যে ২৫১৮ জনের চাকরি গেল৷ এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আমলে ওএমআর শিটে কারচুপির ফলে এই চাকরিপ্রার্থীরা নিয়োগপত্র পেয়েছিলেন বলে অভিযোগ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 12:48 PM IST