Justice Abhijit Gangopadhyay: যাঁরা দুর্নীতি করে ঢুকেছেন, প্রত্যেকের চাকরি যাবে: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিচারপতি গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, দুর্নীতির সঙ্গে কোনওরকম আপোস তিনি করবেন না৷
#কলকাতা: নিয়ম বহির্ভূত ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের প্রত্যেকের চাকরি যাবে৷ এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সোমবার একটি বাংলা নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি৷
এসএসসি সহ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর নির্দেশের সূত্রেই তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের মতো রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি৷ সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্যদের মতো সরকারি পদে থাকা প্রাক্তন ও বর্তমান শীর্ষ কর্তারা৷ চাকরি খুইয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী৷
advertisement
আরও পড়ুন: 'আমি বিশ্বাস করি না, নরেন্দ্র মোদি করেছেন...', রাজ্যে ইডি-সিবিআই দাপাদাপির নেপথ্যে আসল ভিলেন কারা? চিহ্নিত করলেন মমতা
advertisement
তবে তিনি যে এখানেই থেমে থাকবেন না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বিচারপতিকে প্রশ্ন করা হয়, রাজ্য সরকার আশ্বাস দিচ্ছে যে কারও চাকরি যাবে না৷ জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'অত্যন্ত ভুল কথা বলা হচ্ছে৷ যাঁরা দুর্নীতি করে ঢুকেছে, ধরতে পারলেই প্রত্যেকের চাকরি যাবে৷ ফলে যাঁরা বেনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছেন, তাঁরা যেন একেবারেই নিশ্চিন্ত না থাকেন৷'
advertisement
বিচারপতি গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, দুর্নীতির সঙ্গে কোনওরকম আপোস তিনি করবেন না৷ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বড়সড় বেনিয়ম হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত হয়েই পরের পর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, 'মুড়ি মুড়কির মতো দুর্নীতি হয়েছে বলেই মুড়ি মুড়কির মতো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি৷'
advertisement
একই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সিবিআই তদন্তেও যদি ঢিলেমি দেখেন, তাও তিনি বরদাস্ত করবেন না৷ বিচারপতি বলেন, 'শিক্ষকরা তো মানুষ তৈরি করেন৷ যাঁরা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, তাঁরা তো ছাত্রদের টুকতে শেখাবেন৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2022 8:45 AM IST

