TRENDING:

Indian Railways: ট্রেনের গতি বাড়াতে চলছে বৈদ্যুতিকরণের কাজ, নজির গড়ে আশার আলো দেখাচ্ছে উত্তর-পূর্ব রেল

Last Updated:

Indian Railways: ট্র্যাক বৈদ্যুতিকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তিনসুকিয়া ডিভিশন-এর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তিনসুকিয়া ডিভিশনে উল্রেখযোগ্য বৈদ্যুতিকরণের কাজ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তাদের বৈদ্যুতিকরণের কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (পিসিইই) শ্রী যোগেশ পারতাইতি তিনসুকিয়া ডিভিশনের তিনসুকিয়া–ডাঙরি এবং মাকুম–লিডু সেকশনেরসফলভাবে সম্পন্ন হওয়া বৈদ্যুতিক কাজগুলো পরিদর্শন করেন।
News18
News18
advertisement

এই সাফল্যের মাধ্যমে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে মোট ৪৩২৪.১৫ রুট কিলোমিটারের মধ্যে৪১৭০.১৯ রুট কিলোমিটারে বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করেছে, যার ফলে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত এই জোনে ৯৬.৪৩% বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে। ভারতীয় রেল লক্ষ্যমাত্রা ধার্য করেছে দ্রুত গোটা দেশ জুড়ে বিভিন্ন অংশে রেল পরিকাঠামোয় বৈদ্যুতিকরণ সম্পন্ন করবে। এর ফলে রেল চলাচলে যেমন গতি বাড়বে। তেমনি একাধিক ট্রেন চালানো যাবে। দেশের উত্তর-পূর্ব অংশে যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে ভারতীয় রেল।

advertisement

আরও পড়ুন: বাংলার একাধিক রেলস্টেশন থেকে একে একে উদ্ধার ৭ শিশু, কেন স্টেশনে ঘুরছিল তারা? RPF-এর বড় সাফল্য

এই পরিদর্শনে মোট ৯০.৩১৪ রুট কিলোমিটার (আরকেএম) এবং ১০৬.১০ ট্র্যাক কিলোমিটার (টিকেএম) এলাকা অন্তর্ভুক্ত করা হয়।পরিদর্শনের সময়, ডিব্রুগড় ট্র্যাকশন সাব-স্টেশন থেকে ট্র্যাকশন পাওয়ার সাপ্লাই সম্প্রসারিত করে ওভারহেড ইকুইপমেন্টে (ওএইচই) সফলভাবে বিদ্যুৎ যোগান ধরা হয়। পরবর্তীকালে, ইলেক্ট্রিক লোকো মোটিভের কারেন্ট কালেকশন টেস্ট সম্পূর্ণ সেকশনাল স্পীড-এ সফলভাবে সম্পন্ন করা হয়, যার ফলে নতুন ইলেক্ট্রিফাইড সেকশনের বাণিজ্যিক পরিচালনের জন্য প্রস্তুতি নিশ্চিত হয়।

advertisement

এই সেকশনগুলির সফলভাবে বৈদ্যুতিকরণ ও পরীক্ষণ-এর সঙ্গে, তিনসুকিয়া ডিভিশন এখন তার রেললাইনের বৈদ্যুতিকরণের ক্ষেত্রে একটি বড় মাইলফলক অর্জন করেছে। এই সাফল্য পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো, কার্বন নির্গমন হ্রাস এবং পুরো ডিভিশনে নিরবচ্ছিন্ন ইলেক্ট্রিক ট্র্যাকশন চালু করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।

আরও পড়ুন: ঠান্ডায় টান! কনকনে শীত-কাঁপুনিতে বিরতি কতদিন? ঘন কুয়াশার সতর্কতা জেলায় জেলায়, আবহাওয়ার বড় খবর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরের প্রথম দিনে উৎসবের রঙে শিলিগুড়ি, পর্যটকদের ভিড়ে জমজমাট বেঙ্গল সাফারি পার্ক
আরও দেখুন

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ভারতের সম্পূর্ণ বৈদ্যুতিকৃত রেলওয়ে নেটওয়ার্কের দূরদর্শী লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের জন্য একটি দ্রুততর, পরিবেশবান্ধব এবং আরও শক্তি-সাশ্রয়ী রেল পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করবে। তিনসুকিয়া ডিভিশনে সম্পূর্ণ বৈদ্যুতিকরণের ফলে ট্রেনচলাচল ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নতমানের হবে, পরিচালন ব্যয় হ্রাস পাবে এবং এই অঞ্চলের স্থায়ী উন্নয়নে তা অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: ট্রেনের গতি বাড়াতে চলছে বৈদ্যুতিকরণের কাজ, নজির গড়ে আশার আলো দেখাচ্ছে উত্তর-পূর্ব রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল