Indian Railways: বাংলার একাধিক রেলস্টেশন থেকে একে একে উদ্ধার ৭ শিশু, কেন স্টেশনে ঘুরছিল তারা? RPF-এর বড় সাফল্য
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Raima Chakraborty
Last Updated:
Indian Railways: হাওড়া, শিয়ালদহ, আসানসোল ডিভিশনে কড়া নজরদারি রেল রক্ষী বাহিনীর। অপারেশন নানহে ফরিস্তে-তে বড় সাফল্য। উদ্ধার সাত শিশু।
কলকাতা: শিশু সুরক্ষা এবং মানবিক কাজের প্রতি তাঁদের দায়িত্ব পালন করে, পূর্ব রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) “অপারেশন নানহে ফারিশতে” নামক একটি দেশব্যাপী উদ্যোগের অধীনে সফলভাবে সাতজন নাবালক শিশুকে উদ্ধার করেছে। এই উদ্যোগটির লক্ষ্য হল রেল চত্বর এবং ট্রেনে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা প্রদান।
হাওড়া, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনের আরপিএফ কর্মীরা বর্ধমান, পাকুড়, হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং জসিডি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ও রেল চত্বর থেকে চারজন নাবালক ছেলে এবং তিনজন নাবালিকা মেয়েকে উদ্ধার করে। উদ্ধারকৃত সকল শিশুকে তাদের মঙ্গল নিশ্চিত করার জন্য নির্ধারিত পদ্ধতি অনুসারে পরবর্তী যত্ন, কাউন্সেলিং এবং পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট চাইল্ড হেল্পলাইন কর্তৃপক্ষের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ঠান্ডায় টান! কনকনে শীত-কাঁপুনিতে বিরতি কতদিন? ঘন কুয়াশার সতর্কতা জেলায় জেলায়, আবহাওয়ার বড় খবর
প্রাথমিক তদন্তে জানা যায়, চারজন নাবালক তাদের বাবা-মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়েছিল, একজন নাবালিকা পারিবারিক কলহের কারণে বাড়ি ছেড়েছিল, একজন নাবালিকাকে ১৩০১৯ আপ (বাঘ এক্সপ্রেস) ট্রেনে একা ভ্রমণ করতে দেখা গিয়েছিল এবং একজন নাবালক ছেলেকে জসিডি রেলওয়ে স্টেশনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। রেলওয়ে সুরক্ষা বাহিনী শিশুদের সুরক্ষার জন্য সতর্ক এবং সক্রিয় রয়েছে এবং রেল নেটওয়ার্ক জুড়ে নাবালকদের নিরাপত্তা, সুরক্ষা এবং মঙ্গল নিশ্চিত করার জন্য শিশু কল্যাণ কমিটি এবং চাইল্ড হেল্পলাইন পরিষেবাগুলির সাথে নিবিড় সমন্বয়ে কাজ করে চলেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা পড়ুয়ারা কবে পাবে? বছরশেষে রাজ্য সরকারের বড় আপডেট
অপারেশন নানহে ফারিস্তে (Operation Nanhe Farishtey)
অপারেশন নানহে ফরিস্তে হল ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)-এর একটি অভিযান, যার মূল উদ্দেশ্য হল রেল স্টেশন ও ট্রেনে বিপদে পড়া, হারিয়ে যাওয়া, বা পাচার হওয়ার ঝুঁকিতে থাকা শিশুদের উদ্ধার করা এবং তাদের পরিবার বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া, যাতে তারা শিশুশ্রম ও শোষণের শিকার না হয়। এটি ‘ছোট্ট দেবদূত’ বা Little Angels-দের রক্ষা করার একটি উদ্যোগ, যেখানে প্রতি বছর হাজার হাজার শিশুকে উদ্ধার করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 10:03 AM IST







