আরও পড়ুন : অর্পিতার কান্নায় কটাক্ষ কুণালের! 'ষড়যন্ত্র আবার কী!' পার্থর দাবি ফুৎকারে ওড়ালেন সৌগত!
কয়েকদিনের ব্য়বধানে একাধিক সোনা উদ্ধারের ঘটনা নিঃসন্দেহে ভাবাচ্ছে প্রশাসনকে। এর আগে ২৪ জুলাই এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। বিমানের আসনের নীচ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সোনা। যে সোনার আনুমানিক বাজার মূল্য় প্রায় ২০ লক্ষ টাকার বেশি। এই বিপুল অর্থের পরিমাণ চমকে দেয় বিমাবন্দর আধিকারিকদের। তবে শনিবারের উদ্ধার হাওয়া সোনার পরিমাণ নিয়েও এখন অবাক হচ্ছেন বিমানবন্দর আধিকারিকরা।
advertisement
কলকাতা সোনা পাচারের কোনও নির্দিষ্ট গেটওয়ে হয়ে উঠেছে কি না, সে নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে একের পর এক সোনা উদ্ধারের ঘটনার কারণেই। অনেকেই বলছেন, কলকাতা বিমাবন্দর কার্যত একটি গেটওয়েতে পরিণত হয়েছে। কলকাতা থেকে চোরাই পথে সোনা পাচার করে দেওয়া হচ্ছে পৃথিবীর বিভিন্ন অংশে। সেই কারণেই এখানে মাঝে মাঝেই পাচারের ঘটনায় গ্রেফতারি দেখা যাচ্ছে।
Anup Chakrabarty