এদিন সিপি বলেন, ‘‘পুজোর দিনগুলোতে ভিড় সামাল দিতে সমস্ত ভাবে প্রস্তুত কলকাতা পুলিশ। প্রি পুজো থেকে পুজোর দিন সুষ্ঠু ভাবে সকলে যাতে উৎসবে মেতে উঠতে পারেন সেই দিকে নজর থাকবে। পুজোর দিনে হঠাৎ কোনও পুজো মণ্ডপে ভিড় বেশি হলে তা সামাল দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা থাকছে। এবার পুজো দেখতে বিদেশ থেকে পর্যটকরা আসছেন তাঁরাও যাতে উৎসবের দিনে ভাল ভাবে কাটাতে পারেন সেই দিকেও নজর থাকবে। পুজোর শপিং চলছে তাই এখন থেকেই পুলিশ ডিপ্লয়মেন্ট ট্রাফিক ম্যানেজ করা রয়েছে। দিন যত এগোবে তত ডিপ্লয়মেন্ট বাড়বে৷’’
advertisement
আরও পড়ুন: বিড়ালকে বাঁচাতে গিয়ে হুড়মুড়িয়ে ঝাঁপ দিলেন কুয়োয়! বীভৎস পরিণতি আইসক্রিম বিক্রেতার
আরও পড়ুন: হলুদ কাপড়ে রাখুন ২টি লবঙ্গ..কর্পূর দিয়ে করুন এই প্রতিকার! টাকায়-গয়নায় ভরে উঠবে সংসার
এদিন একডালিয়া এভারগ্রিন থেকে শুরু করে একে একে বোসপুকুর শীতলামন্দির, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, বেহালা নতুনদল এবং কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ ঘুরে দেখেন তাঁরা৷