সুরেন্দ্রনাথ ল কলেজের স্নাতক। ছাত্র এবং যুব রাজনীতি করেছেন। কিন্তু এবারই প্রথম ভোটে প্রার্থী। কালীঘাটে এবার এক অন্য ভাইপোর লড়াইয়ে জমজমাট পুর যুদ্ধ। রাত পোহালেই নির্বাচন (KMC Elections 2021)। সবুজ দূর্গে বামেদের ভাইপোর লড়াইও কলকাতা পুরসভা নির্বাচনের অন্যতম কৌতূহলের বিষয়৷ অর্ককে নিয়ে আশাবাদী বামেরাও৷
আরও পড়ুন: ওহ লাভলি! পুরভোটে মদন-নচিকেতার বড় চমক! প্রকাশ্যে ‘খেলার গান’...
advertisement
সিপিআইএম (CPIM) প্রার্থী অর্করঞ্জনের কথায়, 'দল আমাকে মনে করেছে তাই প্রার্থী করেছে। আমি মানুষের পাশে আগেও ছিলাম। আগামী দিনেও থাকবো। নির্বাচনের ময়দানের নামার পর থেকেই কাকার কাছ থেকে শুভেচ্ছা তো পেয়েইছি। প্রতিনিয়ত পরামর্শও পাচ্ছি৷'
কাকাবিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায়, 'ও যে ভোটে প্রার্থী হয়েছে প্রার্থী তালিকা প্রকাশের পর জেনেছি। তবে শুধু ভাইপো অর্করঞ্জনই নয়, সমস্ত বাম প্রার্থীদেরই আমি সাধ্যমতো পাশে থেকেছি। প্রচারও করেছি৷'
আরও পড়ুন: ভোট গ্রহণ পর্ব না মেটা পর্যন্ত সতর্ক থাকুন, প্রার্থীদের কেন এই বার্তা তৃণমূলে? কীসের সতর্কতা?
বিগত দিনে কলকাতা পুরসভার মেয়র হিসেবে দীর্ঘ অভিজ্ঞতাকে অর্ক রঞ্জনের মতো অনেক বাম পুর প্রার্থীর সঙ্গেই ভাগ করে নিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ সম্প্রতি সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র কিংবা অন্যান্য বাম নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় 'কলকাতার স্টিয়ারিং বাম দিকে ঘুরিয়ে দিল'- এই আবেদন জানিয়ে পুর প্রচারে সরব হয়েছেন। বিশেষ করে সিপিআইএম এবারের পুরভোটে তরুণ প্রার্থীদেরই উপরে ভরসা রেখেছে।
করোনার সময় রেড ভলেন্টিয়ার হিসেবে মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবারের প্রার্থীদের অনেকেই। এই বিপদের দিনে মানুষের পাশে থাকা বামপন্থীরাই নাগরিকদের আসল বন্ধু বলে মনে করে বাম নেতৃত্ব। অর্করঞ্জনও রেড ভলেন্টিয়ার্সের প্রথম সারির কর্মী। তবে কালীঘাট অঞ্চল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের খাসতালুক হিসেবে পরিচিত। আর সেখানেই এবার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের 'ভাইপো' অর্করঞ্জনকে প্রার্থী করেছে সিপিআইএম। সবুজ দূর্গে আদৌ কি বামেদের সূর্যোদয় হবে? উত্তর দেবে সময়ই।
