চিংড়িহাটা এলাকায় ৩৬৬ মিটার না জুড়লে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ সল্টলেকে ঢুকতে পারছে না বহুদিন। সেই জটিলতার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। তারপরে, আদালতের নির্দেশে সবপক্ষ বৈঠকে বসেছিল গত ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, উৎসবের মরসুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্র্যাফিক ব্লক করে কাজ শেষ করবে RVNL। সেই সিদ্ধান্তে সায় দেয় কলকাতা হাইকোর্ট।
advertisement
কিন্তু, সূত্রের খবর, সেই সিদ্ধান্তের পরেও সাম্প্রতিক অতীতে ট্র্যাফিক সংক্রান্ত বেশ কিছু জটিলতা তৈরি হওয়ায় চলতি সপ্তাহের শুক্রবার থেকে কাজ শুরু করার সম্ভবনা কম।
কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতিতে ইডেনের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের নিরাপত্তা অনেকটাই বাড়াতে হয়েছে। তার উপরে রবিবার শহর জুড়ে রয়েছে একটি ম্যারাথন। আর এই সপ্তাহান্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। এই সমস্ত ‘ইভেন্টে’র ফলে চিংড়িহাটার মতো গুরুত্বপূর্ণ মোড়ে ট্র্যাফিক ব্লক দেওয়া কঠিন।
আরও পড়ুন: রহস্যময় ‘উকাসা’ ছিল উমরদের বিদেশ যোগের সূত্র, পুলওয়ামার ধাঁচে ছকেছিল হামলার ছক! কোন পথে তদন্ত?
পাশাপাশি, কাজের এলাকাতেই RVNL এর তরফে একটি diversion তৈরি করে দেওয়ার কথা। তারও শেষ মুহূর্তের কাজ বাকি। ট্র্যাফিক ব্লক নেওয়ার আগে ওই কাজ শেষ করে নেওয়া প্রয়োজন বলে মনে করছে। সব মিলিয়ে ব্রিজ জোড়ার কাজ আরেকটু পিছিয়ে দিতে চাইছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।
সেক্ষেত্রে, মেট্রো কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেবেন, তা এখনও স্পষ্ট নয়। রাজ্য প্রশাসনের দেওয়া নতুন দিন তারা মেনে নেন নাকি এই ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন, আপাতত সেদিকেই নজর।
