বিধাননগর পূর্ব থানায় সল্টলেকের বাসিন্দা দীপ্তি জৈন প্রতারণ একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। লিখিত অভিযোগ অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমিকে প্রতারণা করা হয়। রেস্তোরাঁ সংক্রান্ত বিষয় নিয়েই তাকে প্রতারিত করা হয়েছিল বলে অভিযোগ। প্রতারকরা প্রথমে তাকে বিশ্বাস অর্জনের জন্য ২,৮৯৭ টাকা দিয়েছিল এবং পরে তাকে মোট ৬,৬৮,৯০০ টাকা স্থানান্তর করতে প্ররোচিত করেছিল।
advertisement
তদন্তকারী দল কেরালায় অভিযান চালিয়ে অভিযুক্ত কোল্লারন মুহাম্মদ সিনু ফালিলকে গ্রেফতার করেছে। তাকে ট্রানজিট রিমান্ডে এখানে আনা হবে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ধরনের সাইবার প্রতারণা বা অনলাইন চক্র থেকে সাবধানে থাকতে বলা হচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 13, 2025 3:21 PM IST
